বিএডিসির গাফিলতিতে অনিশ্চয়তায় ৩০০ বিঘা জমির চাষাবাদ!
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
ইরি-বোরো চাষের উৎকৃষ্ট সময় পার হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পানি সরবরাহে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় গাইবান্ধায় সেচ অনিশ্চয়তায় পড়েছে ৩০০ বিঘা জমির চাষাবাদ। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন, এমনকি পানি সরবরাহে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাইবান্ধা-৩ আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতির পত্র প্রেরণ করেও মিলছে না সমাধান। চাহিদা মতো ঘুষ না দেওয়ায় মেশিন বসানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।
এ অবস্থায় নদীভাঙনকবলিত এই এলাকার অন্তত দুইশ কৃষক পরিবারের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।
সরেজমিনে দেখা যায়, ওই এলাকার অন্তত শতাধিক বিঘা জমি পানির অভাবে এখনও অনাবাদি পড়ে আছে। বয়স হওয়ায় পচে নষ্ট হচ্ছে চারাগাছ (বেছন)। স্বচ্ছল পরিবারগুলোর কেউ কেউ চাষের মৌসুম পার হওয়া আর চারাগাছ নষ্টের হাত থেকে রক্ষায় শ্যালো মেশিন থেকে বেশি দামে ঘণ্টা হিসেবে পানি নিয়ে চাষাবাদ করছেন। কেউ কেউ পানি দিচ্ছেন নালা থেকে। এছাড়া আশপাশের সব এলাকা ঘুরে দেখা যায় কৃষকরা চড়া দামে ডিজেল ক্রয় করে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছেন। তবে, বিদ্যুৎচালিত গভীর নলকূপটি চালু করা গেলে ওই এলাকার অন্তত ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে পানি সরবরাহ করে ২০০ থেকে ২৫০টি কৃষক পরিবারের চাষাবাদের খরচ অর্ধেকে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
কৃষক নুরুন্নবী আকন্দের অভিযোগ, বিএডিসির নির্বাহী প্রকৌশলী বিদ্যুতের নলকূপ বসাতে প্রথমে দেড় লাখ ও পরে এক লাখ টাকা ঘুষ দাবি করে। কর্মকর্তার চাহিদামতো টাকা দিতে রাজি না হওয়ায় এলাকায় মেশিন নিয়ে আসার পরেও বসানো হচ্ছে না। উপরন্তু বিভিন্ন তালবাহানায় মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তাতে আমরা বাধা দিয়েছি।
তিনি আরও বলেন, এই এলাকার চাষাবাদের বড় মৌসুম ইরি-বোরো। আর এই সময়ে চাষাবাদ না করতে পারলে কৃষকদের না খেয়ে থাকতে হবে। দ্রুত বিদ্যুতচালিত গভীর নলকূপটি চালু করে কৃষকদের অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষার দাবি তাদের।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বন্ধ থাকা নলকূপটি চালু করতে এলাকার কৃষকরা অনেকবার বিএডিসির দ্বারস্থ হয়েছে। তাতে কোনো সাড়া না পাওয়ায় আমাদের এলাকার এমপি ও ডিসির কাছে গেছেন সচেতন কৃষকরা। কৃষকদের স্বার্থে নলকূপটি চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও বিএডিসির নির্বাহী প্রকৌশলীর গাফিলতির কারণে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি ডাবল খরচ করে ইরিগেশন করতে হচ্ছে। এখনও প্রায় ১০০ বিঘা জমি অনাবাদি পড়ে আছে। আর এজন্য বিএডিসির নির্বাহী প্রকৌশলীকে দায়ী করে দ্রুত পানি সরবাহের ব্যবস্থা করে প্রান্তিক কৃষকদের রক্ষা করার দাবি করেন তিনি।
জানতে চাইলে গাইবান্ধা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি সেচ) নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায় বলে, কৃষকরা চাচ্ছেন বিদ্যুৎচালিত গভীর নলকূপ। বিদ্যুতের বিষয়টিতে কয়েকটি দপ্তর সংশ্লিষ্ট রয়েছে, সেটি প্রক্রিয়াধীন, তাতে সময় লাগবে।
সে আরও বলেছে, কেউ চাইলেই গভীর নলকূপ বসানো সম্ভব নয়। ওখানে নলকূপটি ছিল ২৫ বছর আগের। এই সময়ে নিয়মকানুন অনেক পরিবর্তন হয়েছে। তবে জেলা প্রশাসনের নির্দেশ পাওয়ার পর সেখানে ডিজেলচালিত মেশিন চালু করে পানির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কৃষকরা তাতে রাজি নয় বলে দাবি নির্বাহী প্রকৌশীর। এ সময় ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












