বিক্রি হচ্ছে রাজধানীর গুলশানে সড়কের পজেশন
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গুলশান ২-এর ৭৫ নম্বর সড়ক, যা এক সময় পরিচ্ছন্ন ও শান্ত সড়ক হিসেবে পরিচিত ছিল, এখন তা রূপ নিয়েছে অবৈধ ব্যবসা ও পার্কিংয়ের স্বর্গরাজ্যে। প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তা ও ফুটপাত দখল করে চলছে দোকান, চায়ের স্টল, ভাতের হোটেল-এমনকি গ্যারেজও।
সড়কের দুই পাশে সারি সারি গাড়ি, বেশিরভাগই ইউনাইটেড হাসপাতাল, আশপাশের স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের। রাজনৈতিক নেতা, একশ্রেণির অসাধু পুলিশ সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এখানকার ফুটপাত ও সড়ক ভাড়া দেওয়ার রমরমা বাণিজ্য। তবে কার কাছে এ টাকা যায়, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।
গুলশান ২-এর স্থানীয় বাসিন্দারা জানান, ৭৫ নম্বর সড়কের পুরোটাই স্থানীয় ইউনাইটেড হাসপাতালের গাড়ির নিরাপদ পার্কিং। এছাড়া রয়েছে স্থানীয় স্কুলের শিক্ষকদের গাড়ি, শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য গাড়ি, রিকশা ও বিভিন্ন কোম্পানির গাড়ি। গাড়ি পার্কিংয়ের এ প্রবণতা ৮৪ নম্বর রোড ছাড়িয়ে ৭৯ নম্বর রোড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সড়কসহ চারপাশের ফুটপাতও হকারদের দখলে চলে গেছে। ৭৫ নম্বর সড়কের ফুটপাতে গড়ে উঠেছে অন্তত ছয়টি ভাতের হোটেল, দুটি খিচুড়ির হোটেল, চায়ের দোকান, পিঠাপুলির ভ্রাম্যমাণ দোকান, ফলের দোকান, গাড়ি সারানোর গ্যারেজÑএমনকি ভাঙারি দোকানেরও দেখা মিলেছে সেখানে। এছাড়া ফুটপাতের বেশকিছু জায়গা ময়লা-আর্বজনার ডাস্টবিন ও খোলা টয়লেটে পরিণত হয়েছে। সব মিলিয়ে পুরো ফুটপাত চলাচলের অযোগ্য হয়ে গেছে।
হাঁটার অযোগ্য ফুটপাত ও রাস্তায় সারি সারি গাড়ি পার্কিংয়ের কারণে অভিজাত এ এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানজট। রাস্তায় রাখা গাড়িগুলোর ১৫-১৬ জন চালকের সঙ্গে কথা হয় আমার দেশের এ প্রতিবেদকের। তারা সবাই ইউনাইটেড হাসপাতালে এসেছেন, কোনো গাড়ি হাসপাতালের চিকিৎসকদের। কোনো গাড়ি আবার রোগী বা তাদের আত্মীয়স্বজনদের। কিছু গাড়ি আবার ৭৫ নম্বর রোডের স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের গাড়ি।
অধিকাংশ চালক জানান, হাসপাতালে গাড়ি পার্কিং করার জায়গা থাকে না। তাই তারা রাস্তাতেই গাড়ি রাখেন। তিন ঘণ্টা গাড়ি রাখার জন্য গুনতে হয় ৮০ টাকা করে। এরপর প্রতি ঘণ্টা ৩০ টাকা করে দিতে হয়। চালকরা বলেন, সড়কে গাড়ি রাখলে আমাদের লস হয়। কিন্তু হাসপাতালে জায়গা হচ্ছে না বলে আমাদের এখানে গাড়ি রাখতে হচ্ছে। তবে কাদের এ অর্থ দিতে হচ্ছে, সে ব্যাপারে তারা কোনো কথাই বলতে চাননি।
এসব দোকানের হকাররা বলেন, তারা প্রথমে এককালীন কিছু অর্থ দিয়ে সেখানে ব্যবসা শুরু করেছে। আগে দৈনিক ভিত্তিতে ভাড়া দিলেও বেশ কিছু ফুটপাতকে ‘পজিশন’ হিসাবে বিক্রি করা হচ্ছে। এসব দোকান থেকে মাসিক ভাড়া আদায় করা হচ্ছে। জায়গার গুরুত্বভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকায় একেকটি পজিশন বিক্রি হচ্ছে। ফুটপাতের দুর্বল দোকানদারদের তুলে দিয়ে দখলবাজরা মোটা অঙ্কের টাকায় নতুন করে পজিশন বিক্রি করছে।
জানা গেছে, ভাতের দোকান, চায়ের দোকান ও ফলের দোকানপ্রতি এককালীন পাঁচ থেকে ১০ লাখ টাকা দিতে হচ্ছে। এছাড়াও প্রতিটি দোকান থেকে মাসিক ভাড়া হিসেবে দুই-আড়াই হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু বিএনপি নেতারা। এতে উত্তর সিটি করপোরেশন ও পুলিশের কিছু সদস্যের পকেট ভারী হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভাতের হোটেলের ব্যবসায়ী বলেন, আগে টাকা নিত যুবলীগ। এখন টাকা নেয় স্থানীয় যুবদল নেতারা। প্রতি মাসে দুই হাজার টাকা করে দিতে হচ্ছে। এখানে বসার জন্য বহুবার এককালীন টাকা দিতে হয়েছে। এরপরও শান্তি নাই। সিটি করপোরেশন এসে দুইবার উচ্ছেদ করে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












