বিমানবন্দরের নিরাপত্তায় আসছে ‘এজিবি’ বাহিনী -১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন -কমিটির সুপারিশের পর শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম -নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব বিমানবন্দরের নিরাপত্তায় নতুন করে এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) বাহিনী হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া এবং হুমকি প্রতিরোধের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার জন্য এ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
এ ব্যাপারে সুপারিশ প্রণয়ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি রাখা হয়েছে।
সূত্র জানায়, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় একটি বিশেষ বাহিনী গঠন করতে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বিমান বাহিনী। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কমিটি গঠন করা হয়। বিশেষ এ বাহিনীর প্রধান কোন বাহিনী থেকে আসবেন, বাহিনীর সদস্যসংখ্যা কত হবে, কী হবে তাদের কাজের পরিধি, কোন কোন বাহিনীর সদস্যরা বিশেষ এ বাহিনীতে যুক্ত হবেন ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে কমিটির সুপারিশে। এরপরই এটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের তিনটি আন্তর্জাতিকসহ আটটি বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমান বাহিনীর সদস্য এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দায়িত্ব পালনকালে অনেক সময়ই এক বাহিনীর সদস্যদের সঙ্গে অন্য বাহিনীর সদস্যদের যথাযথ সমন্বয় হচ্ছে না। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের ঘটনাও বিভিন্ন সময় ঘটেছে।
বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠিত হলে বিভিন্ন বাহিনীর সদস্যরা এজিবির সদস্য হয়ে দায়িত্ব পালন করবেন। নতুন এ বাহিনীর একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম থাকবে। তাদের যানবাহনসহ অন্যান্য লজিস্টিক সাপোর্টের বিষয়ও একটি কাঠামোর আওতায় থাকবে। এজিবি বাহিনীকে নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব পালনকালে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১৯৮৫ সাল থেকে দেশে বেসামরিক বিমান চলাচল পরিচালনা করছে বেবিচক। এর আগে বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বেবিচক চলতি বছরের শুরুতে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ) গঠনের উদ্যোগ নেয়। এতে বিমানবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য সংস্থার ১০ হাজার ৬৩২ সদস্য রাখার প্রস্তাব প্রস্তুত করা হয়। প্রস্তাবে এই বিশাল জনবলের ব্যয় মেটাতে তিন ধাপে ৩৯৭ কোটি টাকার আর্থিক বিষয়ও তুলে ধরা হয়।
এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজিবি বাহিনী গঠনের উদ্যোগে বেবিচকের ওই বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ বাতিল হবে, নাকি নাম পরির্বতন করে নতুন এ বাহিনী গঠিত হবেÑএ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বেবিচকেরই একাধিক কর্মকর্তা।
বছরের শুরুতে বিএএসএফ নামে বেবিচকের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগের খবরে ক্ষোভের সৃষ্টি হয় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা বিশেষ বাহিনী গঠন বন্ধের দাবিতে গত ১৭ মার্চ বেবিচক সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন। এরপর এ উদ্যোগে ভাটা পড়ে।
তখন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলেছিলেন, বেবিচকের নিজস্ব শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকা সত্ত্বেও তাদের সঙ্গে পরামর্শ না করেই বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের প্রস্তাব আইকাওসহ অন্যান্য আন্তর্জাতিক মানদ- ও প্রচলনের পরিপন্থী। এরপরই বেবিচক বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ থেকে সরে আসে। এমন অবস্থার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এজিবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই ইতিবাচক। কিন্তু কমিটিতে সিভিল অ্যাভিয়েশনের কোনো সদস্য রাখা হয়নি। তাদেরও প্রতিনিধি রাখা দরকার ছিল। এজিবি করতে হলে অবশ্যই সিভিল অ্যাভিয়েশনের মতামতকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে আইকাওয়ের নিয়মও অনুসরণ করতে হবে। মোটকথা, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই নতুন এ উদ্যোগ এগিয়ে নিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার গার্ড গঠন সময়ের দাবি। প্রথমে এটি বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে অধিদপ্তরে রূপান্তর করা হবে।
এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আতাউর রহমান খান বলেন, মাত্র তো কাজ শুরু হলো। বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরো জোরদার করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসকানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিমাগারের আলু এখন ‘গলার কাঁটা’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে -ফখরুল
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












