বিমানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ কেন?
এডমিন, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী

বিমান যখন টেক অফ করবে, তখন বিমান যত উপরে উঠতে থাকবে মোবাইল/ল্যাপটপ এর নেটওয়ার্ক ততো কমতে থাকবে। ফোন বা ল্যাপটপ এই সিগনাল ফিরে পাওয়ার জন্য তার উচ্চ ফ্রিকোয়েন্স ব্যবহার করে থাকে। এই মুহূর্তে, ফোনের ফ্রিকোয়েন্সি ওয়েব ও পাইলটদের নেভিগেশন ওয়েব সংঘর্ষ তৈরি করে। যার ফলে পাইলটদের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা “এ-টি-সি” এর সাথে যোগাযোগ করায় সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ একটি বিমানের বিপজ্জনক মুহূর্তটি হচ্ছে বিমান টেক অফ এবং ল্যান্ডিং এর সময়। এই সময় পাইলট তাদের নেভিগেশন ওয়েব এর মাধ্যমে “এ-টি-সি” এর সাথে যোগাযোগ করেন। আর এই সময়টাতে যাত্রীদের ফোন বা ল্যাপটপ পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়।
এর কারণেই মূলত বিমানে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখার জন্য বলা হয়।