বৃষ্টি হতে পারে আরো ৩ দিন
এডমিন, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আবহাওয়া

মৌসুমী বায়ুর প্রভাবে জুমুয়াবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরো ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস বলছে, চট্টগ্রাম, খুলনাসহ দেশের ৯ জেলায় জুমুয়াবার ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এসব জেলার দক্ষিণ-পূর্বদিক থেকে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
নদীবন্দরসমূহে জারি রয়েছে ১ নম্বরে সতর্ক সংকেত। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টি হয় রংপুরের নীলফামারীর ডিমলায় ৭৬ মিলিমিটার।