বৈদেশিক সম্পর্ক: আলোচনায় বাণিজ্য নিষেধাজ্ঞা
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গত ২৪ মে ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ঘোষণার চার মাসের মাথায় দেশটির পক্ষ থেকে সেটা প্রয়োগ শুরুর কথাও জানানো হয়েছে। রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর সংশ্লিষ্টদের মধ্যে যেমন উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, অন্যদিকে কিছুদিন ধরে এ নিয়ে ব্যাপক গুজবও ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, শুধু ভিসানীতি প্রয়োগ করেই থামবে না যুক্তরাষ্ট্র, সরকারকে বেকায়দায় ফেলতে পরবর্তী পদক্ষেপ হিসেবে এ দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপ করতে পারে তারা। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নও যুক্ত থাকতে পারে বলে আলোচনা হচ্ছে। বিরোধী রাজনৈতিক পক্ষের নানা উইং থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি সভা-সমাবেশেও এ ব্যাপারে কথা বলা হচ্ছে। বিষয়টি সরকার নাকচ করে দিলেও উদ্বেগ কিন্তু তাদের মধ্যেও আছে। বিশেষ করে তলে তলে এই উদ্বেগ ব্যবসায়ী সমাজে বেশি ছড়িয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এ ব্যাপারে আশ্বস্ত করে বলেছেন, ‘পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা নেই। মূলত মানুষের মধ্যে ভয় তৈরি করতে এটা প্রচার করা হয়েছে। সেই ভয়ভীতি কাজে লাগিয়ে একটা গোষ্ঠী ফায়দা লুটতে পারে।’
তবে বাণিজ্য নিষেধাজ্ঞা সরাসরি না এলেও ভিন্ন কৌশলে এ রকম কিছু আসার শঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি লন্ডনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো না হলেও অন্যভাবে বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে পারে।’ তিনি বলেন, ‘প্রত্যেক রাষ্ট্রেরই একটি কৌশল আছে। ইউরোপীয় ইউনিয়নেরও আছে। তারা হয়তো অন্যদিকে করবে। এমন নয় যে তাদের নিষেধাজ্ঞাও যুক্তরাষ্ট্রের মতো হবে।’
যোগাযোগ করা হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহাবুবুল আলম জানিয়েছেন তিনি দেশের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা দেখছেন না। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি রাজনীতি করেন। তার কোনো কর্মকা-ে যদি নিষেধাজ্ঞা আসে সেটা ভিন্ন কথা। ব্যবসা-বাণিজ্যে কেন নিষেধাজ্ঞা আসবে? আমি মনে করি না, ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা আসবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘যে নিষেধাজ্ঞা আসে নাই সেটা কেন আমরা আগ বাড়িয়ে ডেকে আনতে যাব। এ ধরনের আশঙ্কা থেকে দূরে থাকার রাস্তা হচ্ছে, বিপদমান কর্তৃপক্ষগুলো যাতে ঝুঁকিটা বুঝতে পারে। যাতে তারা দেশের স্বার্থটা মাথায় রাখে। কেউ যাতে দেশের স্বার্থের ওপরে দলের স্বার্থকে প্রাধান্য না দেন। কোনোভাবেই দেশের স্বার্থকে নষ্ট করা যাবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না -বিজিবি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিবি কার্যালয়ে সাংবাদিক ডেকে মামলা দায়েরের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












