বৈধভাবে জমি কিনেছেন, কিন্তু নামজারি করেননি! জমি টিকবে কি?
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আপনি হয়তো জমি কিনেছেন সঠিক নিয়মে, হাতে রয়েছে বৈধ দলিলও। বহুদিন ধরে সেই জমি নিজের দখলেও আছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি নামজারি বা মিউটেশন। আপনি যদি এখনো মিউটেশন না করে থাকেন, তবে ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন।
আপনার নামে যদি খতিয়ানে কোনো তথ্য না থাকে, তবে যাদের নামে খতিয়ান আছে, তারা আইনি দাবি করতে পারেন জমির মালিকানা নিয়ে। তখন প্রশ্ন উঠবে জমির দলিল বড়, না খতিয়ান?
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলিল ও খতিয়ান দুটোই সমান গুরুত্ব বহন করে। দলিল হলো মালিকানা হস্তান্তরের লিখিত প্রমাণ, যেখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে জমি বিক্রির বৈধতা নির্ধারিত হয়। অন্যদিকে, খতিয়ান হলো সরকার পরিচালিত জরিপে জমির দখল ও মালিকানার তথ্য অন্তর্ভুক্তির নথি।
মালিকানা বদলায়, জমির পরিমাণ নয়:
জমির পরিমাণ কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় মালিকানার। আর মালিকানা পরিবর্তন হতে পারে বিক্রির মাধ্যমে দলিল সূত্রে, কিংবা উত্তরাধিকার সূত্রে ওয়ারিশান হিসেবে। কিন্তু দলিল করলেই মালিকানা নিশ্চিত হয় না, খতিয়ানেও সেই পরিবর্তন আনতে হয়। আর এ জন্যই জরুরি হয়ে পড়ে নামজারি।
কখন এবং কিভাবে করবেন নামজারি?
জমির দলিল সম্পন্ন হওয়ার পরপরই কর পরিশোধ করে সংশ্লিষ্ট ভূমি অফিসে সার্টিফাইড কপি জমা দিয়ে নামজারি আবেদনের প্রক্রিয়া শুরু করা উচিত। কারণ, যদি পূর্বের মালিক বা তার ওয়ারিশদের নামে খতিয়ান থেকে যায়, তাহলে ভবিষ্যতে তারা দাবি করে বসতে পারে সেই জমির মালিকানা।
যদিও অনেক পরে হলেও আপনি চাইলে নামজারি করতে পারবেন। আপনার হাতে যদি বৈধ দলিল, খাজনা রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তবে আবেদন করে নিজ নামে রেকর্ডভুক্ত করা সম্ভব।
নামজারিতে ভুল ধরা পড়লে কি করবেন?
নামজারির সময় যদি দেখা যায় দলিলের মৌজা, দাগ, খতিয়ান বা অন্য কোনো তথ্য ভুল আছে, তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য আপনাকে যেতে হবে সাব-রেজিস্ট্রি অফিসে। সেখানে গিয়ে ‘ভ্রুম সংশোধনের দলিল’ তৈরি করতে হবে। তবে এই কাজে দলিলদাতা কিংবা তার ওয়ারিশদের সরাসরি উপস্থিত থাকতে হবে। অন্যথায়, আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে সংশোধন করাতে হবে।
মিউটেশনে অনিয়ম করলে কি হতে পারে?
ভুল তথ্য দিয়ে বা ঘুষের মাধ্যমে নামজারি করালে ভবিষ্যতে দলিল ও জমি উভয় নিয়েই আইনি জটিলতায় পড়তে হতে পারে। আদালতে এমন অসংখ্য মামলা প্রতিনিয়ত দেখা যায় যেখানে মিউটেশনের অনিয়মের কারণে প্রকৃত মালিকানাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সুতরাং, জমি কিনে শুধু দলিল করলেই হবে না। সেই জমির খতিয়ানেও নিজের নাম উঠানো জরুরি। দলিল এবং খতিয়ান দুটোকেই সমান গুরুত্ব দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নামজারি সম্পন্ন করাই হলো জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করার একমাত্র পথ। এখনই ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে জমি নিয়ে দুর্ভোগ এড়ানো কঠিন হয়ে পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইন্দোনেশিয়ার গ্রিন ইসলাম বিপ্লব: প্রেক্ষাপট বাংলাদেশ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিভিআইপি ও ভিআইপি কারা, কি ধরনের অগ্রাধিকার পেয়ে থাকেন তারা?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিসিইউ আর আইসিইউ উভয়ই জরুরি, কোনটার কাজ কি?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩ বছরের অপেক্ষার পর দেখা মিললো বিশ্বের সবচেয়ে বিরল ফুলের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানের উচ্চতা স্বাভাবিকভাবে বাড়বে যে ৩ ফলের রসে
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে?
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হারিয়ে যাওয়া সুপারনোভার সন্ধান, পথ দেখালো ইসলামের স্বর্ণযুগের আরবি কবিতা
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোন বাদামের কেমন পুষ্টিগুণ, খাবেনই-বা কতটুকু?
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












