ভুয়া এনজিও খুলে ৪০ কোটি টাকা আত্মসাৎ -নিঃস্ব হাজারো গ্রাহক
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মার্চ, ২০২৩ খ্রি:, ০৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের অনেক দিনমজুর তাদের প্রতিদিনের আয় থেকে জমানো টাকা রেখেছিলেন বিসিফের শ্যামপুর শাখায়। কিন্তু তাদের সেই টাকা নিয়ে পালিয়েছে বিসিফ নামের একটি অবৈধ এনজিও। এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন তারা।
গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে না বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন-বিসিফ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রাহকের ৪০-৫০ কোটি টাকা নিয়ে কয়েকমাস আগে শ্যামপুরসহ কয়েকটি শাখায় তালা মেরে তারা পালিয়েছেন বলে অভিযোগ গ্রাহকদের।
অনুসন্ধানে জানা যায়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নিবন্ধন বা অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী বিসিফের মূল মালিক ছিলো রাজশাহীর গোদাগাড়ীর কামাল উদ্দিন, শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার জহুরুল ইসলাম, শিবগঞ্জের মিজানুর রহমান ও বাবর আলী। তবে কয়েকটি শাখার কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর তারা পরস্পরের প্রতি দায়িত্ব ছেড়ে দিচ্ছে।
কামাল উদ্দিনের দাবি, তিনি প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক। জহুরুল ইসলাম বলছেন, এর সব দায়ভার কামাল উদ্দিনের। বাকি অন্যতম দুই মালিক মিজানুর ও বাবর আলীও দায়িত্ব নিতে অপরাগ। তাদের এই অন্তর্দ্বন্দ্বে পথে বসেছেন হাজারো গ্রাহক।
নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের মতো হাজারো মানুষ তাদের কাছে টাকা পাবে। কিন্তু তারা ইচ্ছা করে আমাদের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বাড়িসহ সম্পদ করছেন। এনজিওর মালিক পক্ষের একজন শিবগঞ্জের বাবর আলী। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এনজিওর টাকায় তৈরি করেছেন আদর্শ হাসপাতাল নামের একটি হাসপাতাল। কামাল হোসেন রাজশাহীতে বাড়ি কিনেছেন প্রায় চার কোটি টাকা দিয়ে।
গ্রাহকদের দাবি, জেলাজুড়ে বিসিফের ১৪টি শাখা ছিল। প্রত্যেক শাখা থেকেই কয়েক কোটি টাকা করে হাতিয়ে নিয়েছে সংস্থাটি। প্রথমবার পালিয়ে যাওয়ার পর অভিনব কৌশল অবলম্বন করা হয়। বিসিফের জায়গায় টানানো হয় ‘আদর্শ ফাউন্ডেশন’ নামের একটি নিবন্ধিত এনজিওর সাইনবোর্ড।
চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রামের সহজ-সরল সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিসিফের ছয় সদস্যকে আটক করে র্যাব।
এ ঘটনায় করা মামলায় অন্যতম আসামি করা হয়ে বিসিফের সাবেক নির্বাহী পরিচালক কামাল উদ্দিনকেও। তবে তাকে এখনো গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে বিসিফের সাবেক নির্বাহী পরিচালক কামাল উদ্দিন বলেন, বিসিফ থেকে অব্যাহতি নেওয়ার পরও আমার নাম ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানির করা হচ্ছে। আমি গ্রাহকের কোনো টাকা হাতিয়ে নিইনি। বাবর আলী এনজিওর টাকা দিয়ে শিবগঞ্জে আদর্শ হাসপাতাল নির্মাণ করেছেন। আমি তাকে সেসব বুঝিয়ে দিয়ে এসেছি। আমার কাছে কোনো টাকা নেই। জানতে চাইলে বাবর আলী বলেন, ‘আমাদের ভুল বুঝিয়ে সব টাকা হাতিয়ে নিয়ে গেছেন কামাল উদ্দিন। আমার কাছে কোনো টাকা নেই।’
এনজিওর টাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘এ হাসপাতাল এনজিওর টাকায় না। আমি নিজের টাকায় শেয়ার কিনেছি।’
তবে বিসিফের অন্যতম মালিক জহরুল ইসলাম বলেন, এখনো নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন কামাল উদ্দিন। সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন। কামাল উদ্দিনের বিরুদ্ধে সংস্থাটির অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ধ্বংস হয়ে উল্টে পড়া ট্যাংকই বলে দিচ্ছে যোদ্ধাদের হামলার দুঃসাহসিকতা কতবেশি
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ পানি ব্যবহার নিষিদ্ধ, বিপাকে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শীতের তীব্রতা অব্যাহত, কাঁপছে দেশ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলো আসিফ, নির্বাচন করবে না
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ঐতিহাসিক অবিচারের ক্ষতিপূরণ হবে’
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনিদের ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’ -মেঘালয় পুলিশ ও বিএসএফ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর পরিকল্পনা নেই’
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের জিডিপিতে আইসিটির অবদান ২.৫ শতাংশেরও কম
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












