ভোটে আটকানোর জোট আসছে
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটঘাট বেঁধে নামছে জামাত। রাজনীতি ও ভোটের মাঠের বড় শক্তি জাতীয়তাবাদী দলকে (বিএনপি) মোকাবিলায় একটি বড় জোট গঠনের জন্য তৎপর রয়েছে দলটি। জামাতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, অন্তত ২০টি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা হচ্ছে।
জামাতের ওই নেতা বলেন, অন্তর্র্বতী সরকারে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এমন সম্ভাবনা বিবেচনায় রেখে জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলছে। এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে।
দলটির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া এ দুটি দাবি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) একেবারেই কাছাকাছি নিয়ে এসেছে। ফলে দুই দলেই রাজনৈতিক কৌশল হিসেবে এখন একসঙ্গে পথ চলার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টিতে জোর দিচ্ছে। ভোটের জোট গড়ার বিষয়ে দুই দলই আলাদা করে বিভিন্ন দলের সঙ্গে কথা বলছে।
জামায়াতের গুরুত্বপূর্ণ এক কেন্দ্রীয় নেতা বলেন, শুধু ভোটের জন্যই জুলাই অভ্যুত্থান ঘটেনি। ভোটের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা এখনো করা যায়নি। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই আন্দোলন সংঘটিত হয়নি। পিআর পদ্ধতি নিয়ে তাদের এত আপত্তি কেন সেই প্রশ্নও তোলেন জামায়াতের কেন্দ্রীয় এ নেতা।
জানা গেছে, জামাতের নেতৃত্বে মাঠে আসতে যাওয়া এ জোট বিএনপির ভোটের দাবি মোকাবিলা করে রাজনীতি করবে। অবশ্য, বিএনপির রাজনৈতিক লক্ষ্য যেকোনো মূল্যে অন্তর্র্বতী সরকারের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদায় করে নেওয়া। এ ক্ষেত্রে যত বাধাই আসুক, নমনীয় রাজনীতি করবে দলটি। প্রয়োজন অনুযায়ী নরম হবে। পরিস্থিতি ডিমান্ড করলে গরম রাজনীতিও করবে বিএনপি।
জানা গেছে, জাতীয় নির্বাচন সুবিধাজনক ফল প্রত্যাশা করছে জামাত ও এনসিপি। প্রত্যাশিত ফলাফলের জন্য অন্তত এক বছর সময় দরকার তাদের। ফলে বিভিন্ন ইস্যু দিয়ে নির্বাচনের জন্য আরও এক বছর সময় পেতে চায় জামাত ও এনসিপি।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেদাভেদ ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। জনমনে অনিশ্চয়তা দূর করতে অন্তর্র্বতী সরকার বারবার ভোট পেছানো হবে না জানালেও, ভোট নিয়ে অবিশ্বাস দূর করা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোটবিরোধী জোটে সব ধর্মভিত্তিক দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন রাজনৈতিক শক্তি এনসিপি, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণ অধিকার পরিষদসহ আরও বেশ কয়েকটি দল থাকবে জোটে। একাধিক সূত্র জানায়, জামাত চায় এ জোটে কমপক্ষে ২০-২২টি দল থাকবে। সূত্রগুলো আরও জানায়, ভোট না চাওয়া জোট বড় করে তুলতে পারলে সরকারকে চাপে ফেলতে পারবে।
জামাত ও এনসিপিসহ একাধিক দল ভোট আটকানোর দাবি জানিয়ে এলেও অন্তর্র্বতী সরকার তা গ্রাহ্য না করায় জোটের পরিকল্পনায় নিয়েছে জামাত। তাই ভোটবিরোধী ঐক্য ও জোট গড়ে বড় আওয়াজ তুলে ভোট আটকানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামাত।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, জামাতকে সামনে রেখে জোট গঠনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটের তফসিল ঘোষণার আগেই ভোটবিরোধী জোটের আত্মপ্রকাশ ঘটবে। জামাতের নেতৃত্বে এ জোটের দাবি থাকবে ভোটের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন, পিআর পদ্ধতি ও গণপরিষদ নির্বাচন। তারপরই হবে জাতীয় সংসদ নির্বাচন। সূত্র জানায়, উল্লিখিত ইস্যুগুলো সামনে রেখে তারা সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে মিলতে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসকানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












