মসলা গবেষণা কেন্দ্র: ল্যাবেই বন্দি উদ্ভাবন, প্রয়োগ নেই মাঠে
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বগুড়া সংবাদাদতা:
বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবনের তালিকায় আছে ২৭ প্রজাতির ৫৮টি জাত। কর্মকর্তাদের দাবি মাঠপর্যায়ে কৃষির বাস্তবায়ন সহায়ক করতে তারা উদ্ভাবন করেছে ৬৬টি উন্নত প্রযুক্তি। কিন্তু এর কোনোটিরই সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। মাঠপর্যায়েও নেই তেমন প্রতিফলন। যেটুকু আছে তা যেন বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। এতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অধীন এ প্রতিষ্ঠানটির তার উদ্দেশ্য পূরণে কতটুকু ভূমিকা রাখছে, এ নিয়ে প্রশ্ন উঠছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বেশিরভাগ জাতের নামও জানেন না কৃষকরা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও দুই-তিনটি মসলা ছাড়া মাঠে অন্য জাত চাষের বিস্তারিত তথ্য জানাতে পারছে না। বীজ সংরক্ষণ ও বিতরণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিএডিসি গত দুই বছরে এই কেন্দ্র থেকে কোনো বীজ কেনেনি।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অধীনে ১৯৯৪ সাল থেকে কাজ করছে বগুড়ার মসলা গবেষণা কেন্দ্র। মরিচ, আদা, রসুন, হলুদ, পেঁয়াজ, ধনিয়া, জিরা, মেথি, মৌরি, কালো জিরা, সরিষা, এলাচসহ মোট ২৭ ধরনের মসলা জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।
অনুসন্ধানে জানা যায়, প্রতিবছর গড়ে ২-৩টি জাত উদ্ভাবনের কাগজপত্র প্রস্তুত হলেও, সেগুলো মাঠে বাস্তবায়নের জন্য কোনো কর্মপরিকল্পনা বা পর্যবেক্ষণ ব্যবস্থা নেই।
প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশিকুল ইসলাম দাবি করেন, তাদের উদ্ভাবিত জাত পাবনা, ফরিদপুর, মেহেরপুর, কুমিল্লা, এমনকি পার্বত্য চট্টগ্রামেও চাষ হচ্ছে। কিন্তু মাঠ ঘুরে দেখা গেছে, দুই-চারজন ছাড়া বেশির ভাগ কৃষকেরা সরকারি বীজ পান না, বরং বাজার বা আগের মৌসুমের ফসল থেকে নিজেরাই বীজ সংরক্ষণ করে থাকেন।
বগুড়ার শেরপুর উপজেলার দুইজন আদা চাষি বলেন, সরকারি বা গবেষণার কোনো জাত পাই না, নামও জানি না। নিজেরাই বীজ রাখি বা হাট থেকে কিনি। তবে এখন বস্তায় আদা চাষ হচ্ছে বলে শুনেছি। এখনো কৃষি বিভাগ থেকে এই বিষয়টি আমাদের দেখানো হয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মসলা গবেষণা কেন্দ্র আমাদের কাছে জাত পাঠায় না, তাই কোনো প্রশিক্ষণ বা প্রদর্শনীও হয় না। কার্যক্রম না থাকলে কৃষকের কাছে যাওয়া যায় না।
বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সোহেল শাসসুদ্দীন ফিরোজ জানান, কিছু কিছু ক্ষেত্রে আমরা কৃষককে নিয়ে মাঠে কাজ করি। তবে এসব জাত ছড়িয়ে পড়ার সরকারি কোনো ট্র্যাকিং বা বাস্তব দৃষ্টান্ত নেই। আমরা ফান্ড পেলে মাঠ কর্মকর্তাদের মাধ্যমে উদ্বুদ্ধ করণের কাজ করে থাকি।
বিএডিসির (বীজ) উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কমল বর্মন বলেছে, যেকোনো গবেষণার সঙ্গে সম্পৃক্ত থাকলেও মসলার বিষয়টি কিছুটা ধীরগতির। বিগত ২০২৪ সালে তারা বগুড়া থেকে কোনো মসলা বীজ ক্রয় করেনি। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
গবেষণা কেন্দ্রের ভাষ্যমতে, এ পর্যন্ত তাদের উদ্ভাবিত জাত কৃষক পর্যায়ে ব্যাপকভাবে চাষ হচ্ছে। শুধু জাত নয়, মাঠ পর্যায়ে কৃষির বাস্তবায়ন সহায়ক করতে তারা উদ্ভাবন করেছে ৬৬টি উন্নত প্রযুক্তি। এর মধ্যে রয়েছে আন্তঃফসল চাষের কৌশল, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তি, রোগ-পোকা দমন পদ্ধতি ও মানসম্পন্ন বীজ উৎপাদনের কৌশল।
প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে আদা, রসুন, পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। অথচ কৃষকরা এখনও ২০-৩০ বছর আগের পুরোনো জাতেই চাষ করছেন। তারা বলেন, গবেষণা কেন্দ্রের উদ্ভাবন মাঠে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া গেলে উৎপাদন বাড়তো, বাজারে চাপ কমতো, কৃষকও পেতেন লাভবান হওয়ার সুযোগ। কিন্তু নানা জটিলতায় এই বীজ তাদের হাত পর্যন্ত এসে পৌঁছায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ থেকে উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়ানো শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ইউনূস পাকাপোক্ত জামাতের হয়ে কাজ করছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












