মুসলিম স্থাপত্যকলার অনন্য নিদর্শন: বাবা আদম মসজিদ
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সুলতানি শাসন আমলের স্থাপত্যকলার বৈশিষ্ট্য ও অলংকরণশৈলীতে নির্মিত মুন্সীগঞ্জের ‘বাবা আদম রহমতুল্লাহি আলাইহি মসজিদ’। বঙ্গে সেন বংশের পতন আর বিক্রমপুরে মুসলিম শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কালের অনন্য সাক্ষী হয়ে ৫৪২ বছর ধরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক স্থাপনার মসজিদটি। বিক্রমপুরের বর্তমান মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার কাজীকসবা (বর্তমান দরগাবাড়ী) গ্রামে ছয় গম্বুজবিশিষ্ট কারুকার্যখচিত দৃষ্টিনন্দন মসজিদটির অবস্থান। মুন্সীগঞ্জ শহর থেকে উত্তর-পশ্চিমে চার কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি ছয়টি সম আকৃতির এবং একই রকম উচ্চতাবিশিষ্ট ছয়টি গম্বুজে আচ্ছাদিত।
মসজিদের সামনের দেয়ালে স্থাপিত শিলালিপি থেকে জানা যায়, সুলতান ফতেশাহের শাসনামলে সুলতান জালাল উদ্দিন আবু জাফর শাহের ছেলে বিক্রমপুরের শাসক মালিক কাফুর শাহ পবিত্রতা অর্জন এবং বাবা আদম শহীদের স্মৃতি রক্ষায় মসজিদটি নির্মাণ করেন।
সুলতান মাহমুদ শাহের রাজত্বকালে ১৪৭৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়ে দীর্ঘ চার বছর পর ৮৮৮ হিজরী সাল অনুসারে ১৪৮৩ সালে এর নির্মাণকাজ শেষ হয়।
সুলতানি শাসনামলে নির্মিত মসজিদের বৈশিষ্ট্যের ধারা অনুযায়ী বাবা আদমের মসজিদের কার্নিশ ও ছাদ বক্রাকার। মসজিদটি আয়তাকার ভিত্তিভূমির ওপর প্রতিষ্ঠিত। উত্তর-দক্ষিণে এর দৈর্ঘ্য ৪৩ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রস্থ ৩৬ ফুট। মসজিদের চার কোনায় চারটি অষ্টকোনাকৃতির মিনার রয়েছে। মিনারে ধাপে ধাপে পাতলা ইট কেটে মুসলিম স্থাপত্যকলার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এর দেওয়ালটি ইটনির্মিত, যার প্রশস্ততা প্রায় সাড়ে ছয় ফুট।
পুরো মসজিদটি নির্মাণ করা হয়েছে লাল পোড়ামাটি দিয়ে। মসজিদের অভ্যন্তরভাগে দুপাশে দুটি গ্রানাইট পাথরের ধূসর বর্ণের স্তম্ভ রয়েছে। স্তম্ভ দুটি মেঝে থেকে চার ফুট পর্যন্ত অষ্টকোনাকৃতি এবং এরপর ষোলো কোনাকৃতির। স্তম্ভ দুটি এবং চার দেয়ালের ওপরই ছয়টি গম্ভুজ দাঁড়িয়ে আছে। স্তম্ভের সাহায্যে পূর্ব-পশ্চিমে দুই সারিতে এবং উত্তর-দক্ষিণে তিন সারিতে বিভক্ত। অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে তিনটি অবতলাকৃতি মেহরাব রয়েছে।
মসজিদের সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে, এর উপরিভাগ সুন্দরভাবে খাঁজকাটা। ঝুলন্ত শিকল ও ঘণ্টার অলংকরণ করা হয়েছে। মসজিদটিতে কোনো জানালা ও বারান্দা নেই। বর্ণিত আছে, মসজিদের গায়ে মূল্যবান মণিরতœ সংযোজিত ছিলো, যা মগ দস্যুরা লুণ্ঠন করে নিয়ে যায়। এই মসজিদ নির্মাণে ইট, চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদগৃহের উত্তর ও দক্ষিণ দিকে বাতি রাখার জন্য একটি করে কুলঙ্গি রয়েছে। কুলঙ্গিগুলো আকারে ছোট এবং কৌণিক খিলান-সহযোগে গঠিত।
বিক্রমপুরের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, কোনো এক সময় ভূমিকম্পে মসজিদটির তিনটি গম্বুজ ছাদসহ ক্ষতিগ্রস্ত হয়। পরে সংস্কারের মাধ্যমে তা আবার আগের রূপে ফিরিয়ে নেওয়া হয়। আগে এই মসজিদে কোনো বেষ্টনী না থাকলেও বর্তমানে লোহার বেষ্টনী দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
বাবা আদম মসজিদটি শুধু মুন্সীগঞ্জেরই নয়, বরং সমগ্র উপমহাদেশের একটি দর্শনীয় স্থান। বাংলাদেশ ডাক বিভাগ ১৯৯১ সালে এ মসজিদ-সংবলিত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। মসজিদটি বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিভিআইপি ও ভিআইপি কারা, কি ধরনের অগ্রাধিকার পেয়ে থাকেন তারা?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিসিইউ আর আইসিইউ উভয়ই জরুরি, কোনটার কাজ কি?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩ বছরের অপেক্ষার পর দেখা মিললো বিশ্বের সবচেয়ে বিরল ফুলের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানের উচ্চতা স্বাভাবিকভাবে বাড়বে যে ৩ ফলের রসে
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে?
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হারিয়ে যাওয়া সুপারনোভার সন্ধান, পথ দেখালো ইসলামের স্বর্ণযুগের আরবি কবিতা
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোন বাদামের কেমন পুষ্টিগুণ, খাবেনই-বা কতটুকু?
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৃথিবীতে প্রাণের প্রাচীনতম নিদর্শন আবিষ্কার!
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












