যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও শিলা বৃষ্টির আঘাত
এডমিন, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ রবি’ ১৩৯১ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার অঙ্গরাজ্য কানসাসের নরটন ও নেব্রাস্কা শহরে মাল্টিভোর্টেক্স টর্নেডো আছড়ে পড়ে। ফুটেজে দেখা যায়, নর্টনের উত্তর-পশ্চিম টুইস্টারের মধ্যে মাল্টিভোর্টেক্স টর্নেডো একাধিক ঘূর্ণি আকারে ঘুরছে। অতঃপর ঝড়টি কানসাসের দক্ষিণে উত্তর টেক্সাসের দিকে এগিয়ে যায়। টর্নেডোর আঘাতে বহু গাছপালা ও ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। টর্নেডোর প্রভাবে প্রবল বৃষ্টিপাত, ক্ষতিকারক বাতাস এবং সমভূমিতে বড় বড় শিলাবৃষ্টি হয়েছে।