রাজধানীতে ঘাঁটি গাড়ছে পলাতক আসামিরা
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দেশের বিভিন্ন জায়গায় সম্ভ্রহমরণ, হত্যাকা-সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকা- করার পর অপরাধীরা রাজধানীকেই বেছে নিচ্ছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। পরিচয় গোপন রেখে রাজধানীতে বিভিন্ন স্থানে অবস্থান কিংবা কর্মসংস্থানের সুযোগ থাকার কারণে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকতে প্রতিনিয়ত কৌশল ব্যবহার করছে।
যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্য যেকোনও ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করছেন। যখনই একেকটি গ্রেফতারের ঘটনা ঘটছে, তখনই বেরিয়ে আসছে পেছনের ঘটনা।
গত দুই মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ধরনের অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে। অপরাধীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতারের পর পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে তারা।
বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে প্রতিনিয়ত যে পরিমাণ মানুষ ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিংবা কোনও সংস্থা নেই তদারক করার। যে কারণে এসব বিষয়ে কারও জবাবদিহিও নেই। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিংবা যেকোনও অপরাধী চক্রের সহায়তায় অপরাধীরা পরিচয় গোপন রেখে রাজধানীতে দীর্ঘদিন অবস্থান করছে। এই সংখ্যা নেহাত কম নয়।
আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীর প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে ভাড়াটে তথ্য ফরম সংগ্রহ করার জন্য। তারা সে অনুযায়ী কাজ করছে। বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের এসব বিষয়ে সচেতন থাকার জন্য প্রতিনিয়ত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
সমাজ-সংশ্লিষ্টরা বলছে, রাজধানীতে এমনিতেই চোর-ছিনতাইকারীসহ নানা ধরনের অপরাধীদের আবাসস্থল। সারা দেশ থেকে যখন অপরাধীরা কোনও অপরাধ করে এসে ঢাকায় অবস্থান নেয়, তখন এসব অপরাধীদের সংস্পর্শে অন্যরাও অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা রাজধানীতে অপরাধের মাত্রাকে দিন দিন বাড়িয়ে তুলছে।
তারা আরও বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অপরাধীদের তাৎপরতা আরও বাড়ার আশঙ্কা থেকে যায় এবং এতে নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার শঙ্কা থেকে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো প্রয়োজন, যাতে এসব অপরাধীকে কেউ ব্যবহার করার সুযোগ না পায়।
তারা বলছেন, বিশেষ করে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুর, ওয়ারি, লালবাগ ও উত্তরার কিছু অংশ অপরাধীরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে বলে ধারণা করে থাকে। এসব এলাকায় আসা অপরাধীরা অন্য অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে অপরাধের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এসব জায়গায় কোনও ঘটনা ঘটলে তখন অপরাধীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। মামলা হলেও এদের ভাসমান হিসেবে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই জাতীয় পরিচয়পত্র নকল করছে। আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ রয়েছে। বিশেষ করে ভাড়াটে তথ্য কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় চাকরির বিষয়ে জাতীয় পরিচয়পত্র তেমন একটা পর্যালোচনা করা হয় না। যে কারণে সেখানে কোনও অপরাধমূলক কর্মকা- ঘটলে অপরাধী শনাক্তে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
গত ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বাড্ডায় ডাকাতির ঘটনা ঘটিয়ে চম্পট দেয় একাধিক অপরাধী। এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। ভাড়াটে পরিচয়ে মাসখানেক থাকার পর জাতীয় পরিচয়পত্র দিলেও, সেটি নকল বলে জানা যায়। বাড়িওয়ালাও সেভাবে তথ্য সংগ্রহ করেননি। যে কারণে অপরাধী শনাক্তে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
বিভিন্ন সময়ে গ্রেফতার আসামিদের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, রাজধানীতে এসে কর্মসংস্থান হিসেবে কেউ রিকশা চালাচ্ছেন, কেউ দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন, কেউ বিভিন্ন মার্কেটে কিংবা বাসাবাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজ করছেন। এ ছাড়া নিজেদের বাঁচাতে কাছের লোকজনের পরামর্শে আইনের হাত থেকে বাঁচতে রাজধানীতে আসার পর নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করছে অনেকে। অপরাধ ঘটিয়ে যখন তারা রাজধানীতে আসছে, তখন তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে দিয়ে নতুন মোবাইল ফোন কিনে অন্যজনের নাম ব্যবহার করে সিম কিনছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি র্যাবের অভিযানগুলোয় দেখা যাচ্ছে যারা গ্রেফতার হচ্ছে, তারা অনেকেই বিভিন্ন মামলার পলাতক আসামি। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের রাজধানী থেকে গ্রেফতার করা হচ্ছে। দেশের যেকোনও জায়গায় অপরাধমূলক কর্মকা- করে রাজধানীতে নিজের পরিচয় লুকিয়ে অবস্থানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে র্যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না -বিজিবি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিবি কার্যালয়ে সাংবাদিক ডেকে মামলা দায়েরের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












