রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ -সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, আহত ৮৫ -দিয়াবাড়িতে অবরুদ্ধ ২ উপদেষ্টা, রাস্তায় শিক্ষার্থীরা -ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, যশোর, রাজবাড়ী ও রাজশাহীতে তারা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর মধ্যে কুমিল্লা, যশোর ও রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগ, শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে অপসারণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা ইত্যাদি।
এদিকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ দমনে ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে আহত হয়ে অন্তত ৮৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
বিক্ষোভ চলাকালে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে ‘ভুয়া ভুয়া’ বলে। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের:
বরিশাল শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, আমরা দেখেছি কীভাবে মাইলস্টোনে শিশুরা মারা গেছে। সেখানে কতজন নিহত হয়েছে তার সঠিক তথ্য দিচ্ছে না সরকার। আমরা আরও দেখেছি এইচএসসি পরীক্ষা নিয়ে ছলচাতুরি করছে। যেখানে সারা দেশ শোকে স্তব্ধ সেখানে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে ইঁদুর বিড়াল খেলছেন।
শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, সরকারের আচরণও ফ্যাসিস্টের মতো হয়ে গেছে। কোনো কিছু বললেই পুলিশ, আর্মি পাঠায়। আমরা বলতে চাই হাসিনা দানব শিক্ষার্থীদের সাথে পারেনি। আর আপনাকে আমরা বসিয়েছি। আমাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করা উচিত না।
তিনি বলেন, সাড়ে ৩টার দিকে আমরা সড়ক ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখলাম ঢাকায় ছাত্রদের ওপর হাত তোলা হয়েছে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।
দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরলেন দুই উপদেষ্টা, বিক্ষোভ চলছে:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে গিয়েছেন।
কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
বগুড়া : বগুড়ার সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কয়েক শ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ’, ‘এক দুই তিন চার, শিক্ষাসচিব গদি ছাড়’, ‘হাসিনা গেছে যে পথে, আবরার যাবে সেই পথে’সহ নানা স্লোগান দেন। মিছিলটি শহরের সাতমাথা, শেরপুর সড়ক, ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মোড়, জলেশ্বরীতলা, শহীদ আবদুল জব্বার সড়ক, কালীবাড়ি মোড়, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়ক, কালীবাড়ি মোড়-জেলখানা মোড়, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হয়ে আবার সাতমাথায় ফিরে আসে।
কুমিল্লা : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন। তার আগে নগরের কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।
ময়মনসিংহ : সকাল ১০টার দিকে নগরের টাউন হল চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এরপর মিছিল নিয়ে নগরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকায় শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউন হল জুলাই চত্বরে এসে আবার বিক্ষোভ করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করা হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
যশোর : দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করা হয়। দুপুর ১২টায় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ফটক ভেঙে ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নাওগাঁ : নওগাঁর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা শহরের সরকারি বসিরউদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিক্ষা ভবনের সামনে গিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
রাজবাড়ী : রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের রেলগেট শহীদ স্মৃতিস্তম্ভ হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ করে।
রাজশাহী : জেলার শিক্ষা বোর্ডে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে ১২ দফা দাবি জানান। এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। কিন্তু চেয়ারম্যানের কথায় আশ্বস্ত না হয়ে তারা আবার আন্দোলন নামেন। বেলা আড়াইটার দিকে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ ৮ মুসলিম দেশের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিপ্রতি ৩৫ টাকা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ম্যাজিস্ট্রেট সংকটে বন্ধ ভ্রাম্যমাণ আদালত
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় শান্তিচুক্তি সংশোধন ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও চীনকে নিয়ে শক্তিশালী জোট করতে চায় পাকিস্তান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোটে জাতীয় পার্টির অংশগ্রহণের বার্তায় রাজনীতিতে চাঞ্চল্য
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












