রাজনীতিতে বন্ধ হয়নি দুর্নীতি
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল দুর্নীতি। দলের বড় বড় নেতারা যেমন হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে তেমনি, একেবারে প্রান্তিক পর্যায়ের নেতারাও শতকোটি টাকার মালিক হয়েছেন। জেলা পর্যায়ের ছাত্রলীগ নেতার ব্যাংকে পাওয়া গেছে হাজার কোটি টাকা।
জুলাই আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটি প্রধান কারণ ছিল এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। আওয়ামী লীগের পতনের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। একটি দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিল। কিন্তু জুলাই বিপ্লবের ১৫ মাস পর, সেই স্বপ্ন এখন মলিন, বিবর্ণ।
বাংলাদেশের মতো দুর্বল গণতান্ত্রিক রাষ্ট্রে দুর্নীতির উৎপত্তিস্থল হলো রাজনীতি। রাজনীতিবিদের মাধ্যমে দুর্নীতি ছড়িয়ে পড়ে সর্বত্র। ৫ আগস্টের পর রাজনীতিতে দুর্নীতি বন্ধ হয়নি। রাজনীতিতে নতুন করে জাঁকিয়ে বসেছে দুর্নীতি।
গত পনেরো মাসে প্রধান প্রধান সব দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের হাতে গড়া সংগঠন এনসিপির বিরুদ্ধে।
নয় মাস বয়সী এনসিপি দুর্নীতির নানা অভিযোগে জর্জরিত। কিছু অভিযোগ সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। এর মধ্যে, এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। তানভীর এনসিপির অন্যতম নেতা ছিলেন। পরবর্তী সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আরেকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সমাজ মাধ্যমে ঝড় তুলেছে এনসিপির সাবেক এক নেত্রী। তিনি জানতে চেয়েছেন ওই নেতা রাতারাতি কিভাবে এত বিত্তশালী হয়ে গেলেন। সাধারণ মানুষের মধ্যে এনসিপি নেতাদের জীবনযাত্রার হঠাৎ আমূল পরিবর্তন নিয়ে অনেক প্রশ্ন। যারা কদিন আগেও টিউশনি করে চলত, তারা এখন দামি গাড়িতে চলেন কিভাবে- কান পাতলেই এ ধরনের প্রশ্ন শোনা যায়। দলের ভেতরেই দুর্নীতি নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এখন প্রকাশ্য রূপ নিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করাসহ গুরুতর অভিযোগ এনেছেন দলটির (পদ সাময়িক স্থগিত) কেন্দ্রীয় সংগঠক হাফেজ মুনতাসির মাহমুদ। শুধু ঢাকার কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নয়, জেলা পর্যায়ে নতুন এই দলটির বিরুদ্ধে রয়েছে নানা বিতর্ক।
‘মামলা-বাণিজ্যের কল রেকর্ড’ প্রকাশ হওয়া নিয়ে সমালোচনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্র। গত ৫ নভেম্বর সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তিন কার্যদিবসের মধ্যে এর কারণও জানতে চাওয়া হয়। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আজিজুর রহমান। তিনি সংগঠনটির দক্ষিণাঞ্চলের সংগঠক পদে ছিলেন। এনসিপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আপনার (আজিজুর) বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি ঘটনায় অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া বালুচড়া গ্রামের আবদুল মান্নান গত ১২ জুন রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। পাশাপাশি বুলবুলকে উকিল নোটিশও পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, চাতাল ব্যবসায়ী আবদুল মান্নান উপজেলার এনসিপি নেতা বুলবুলের মাধ্যমে বগুড়া জেলা পরিষদে চাকরির আশ্বাস পান। তদবিরের বিনিময়ে বুলবুলের হাতে তিনি নগদ ৭ লাখ টাকা দেন। শর্ত ছিল, চাকরি না হলে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বুলবুল তাকে ৭ লাখ টাকার চেক দেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর ডিজঅনার হয়। এরকম অভিযোগ দেশজুড়ে। প্রায় প্রতিদিনই এ রকম নানা অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে। যারা এ দেশের রাজনীতিকে বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, তারাই যেন আগের কলুষিত রাজনৈতিক সংস্কৃতিকেই আলিঙ্গন করেছেন। পাঁচ আগস্টের পর রাজনৈতিক বিন্যাস বদলে গেছে, কিন্তু রাজনীতিতে দুর্নীতি রয়েই গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












