রাশিয়ার কারাগারে পাল্লা দিয়ে বাড়ছে মুসলিম নির্যাতন
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নরিমান জেলিয়ালকে রুশ কর্তৃপক্ষ ২০২৩ সালের নভেম্বরে সাইবেরিয়ার এক তীব্র শীতল কারাগারে পাঠায়। সে সময় বন্দীদের খাবার বলতে ছিল শুধু রুটি আর পাতলা স্যুপ। চশমা পরা, দাড়িওয়ালা এই ক্রিমিয়ান তাতার নেতা মুসলিম। কিন্তু তাকে যে খাবার দেওয়া হতো, তার বেশির ভাগই ছিল শূকরের গোশত দিয়ে তৈরি- যা হারাম।
জেলিয়ালের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছিলেন এবং বিস্ফোরক পাচার করেছিলেন। তবে ইউক্রেন এই মামলাকে রাশিয়ার সাজানো নাটক বলেই দাবি করেছে। জেলিয়াল খাবার প্রসঙ্গে বলেন, ‘আমি কেবল রুটিই খেতাম, সেটাও ভালো মানের ছিল না, আর সঙ্গে থাকত চা।’ তিনি এখন ১৭ বছরের কারাদ- ভোগ করছেন। জেলিয়াল শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
পরে সাইবেরিয়ার শীতলতম এলাকা থেকে জোলিয়ালকে প্রায় জনশূন্য মাইনুসিনস্ক শহরের কারাগারে নেওয়া হয়। সেখানে অবশ্য তার খাবারের মান কিঞ্চিৎ উন্নত হয়। সকালের খাবারে থাকত বিস্বাদ স্যুপ; রাতে মাছ। আর দুপুরের খাবারের তিনটি পদের একটি ছিল শূকরের গোশত দিয়ে তৈরি।
তবে খাবার সংকট মুসলিম বন্দীদের জন্য বড় সমস্যা হলেও, রাশিয়ার কারাগারগুলোতে তাদের আরও ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। সোভিয়েত আমল থেকেই রাশিয়ার কারাগারগুলোর পরিচয় এক নিষ্ঠুর, অমানবিক ব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে। এখানে চলে অদৃশ্য, অলিখিত আইন।
‘মুকুটধারী চোর’ বা ‘কৃষ্ণ গোত্রের অপরাধী’-নামে একদল দুর্ধর্ষ অপরাধী কারাগারে একধরনের গ্যাং-সংস্কৃতি কায়েম করেছে। কারাগারের ভেতরেই তারা জুয়ার আসর বসায়, মাদক চোরাচালান করে, নির্মম হিংস্রতার শাসন চালায়। এসব কারাগারকে বলা হয় ‘কালো কারাগার’। আর এসব কাজে অপরাধীদের সঙ্গে আঁতাত করে চলে কারারক্ষীরা।
আরেক ধরনের কারাগার আছে, যেখানে মূল নিয়ন্ত্রণ থাকে কারারক্ষীদের হাতে। সেগুলোকে বলা হয় ‘লাল কারাগার’। এসব কারাগারে বন্দীদের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন-নির্জন কারাবাস, অপুষ্টি, এমনকি সম্ভ্রমহরণের শিকারও হতে হয় অনেককে।
কিন্তু গত দুই দশকে রাশিয়ার কারাগারের আরেকটি ভিন্ন বাস্তবতা তৈরি হয়েছে। হাজার হাজার মুসলিম বন্দীকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘উগ্রপন্থার’ অভিযোগে কারাবন্দী করা হয়েছে। রাশিয়ার ১৪ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১৫ শতাংশই মুসলিম। কিন্তু কারাগারে এই অনুপাত অনেক বেশি। ২০২৪ সালের নভেম্বর মাসে রুশ মুফতি আলবির ক্রগানোভ জানান, রাশিয়ার ২ লাখ ৬ হাজার বন্দীর মধ্যে মুসলিম বন্দীর সংখ্যা ৩১ হাজার।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার কারাবন্দীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তবে কত মুসলিম বন্দী যুদ্ধের নামে কারাগার থেকে সরানো হয়েছে, তা জানা যায়নি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, রাশিয়ার কারাগারে কেউ দ্বীন ইসলাম গ্রহণ করলে তাকে ‘স্বয়ংক্রিয়ভাবে’ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি তার সাজাও বাড়ানো হয়।
মধ্য এশিয়া থেকে আসা অভিবাসী মুসলিম শ্রমিকেরাও এই নির্যাতনের শিকার হন। ভাষা, আইন এবং জীবনধারার অজ্ঞতার সুযোগ নিয়ে পুলিশ ও কৌঁসুলিরা তাদের ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ আছে। মস্কোর নির্মাণশ্রমিক আব্দুল আজিজ বলেন, ২০২২ সালে পুলিশ তার ছোট ভাই আব্দুল মুমিনের কাছে ‘স্পাইস’ নামের কৃত্রিম মাদক রেখে দেয়। এরপর বৈদ্যুতিক শক এবং প্লাস্টিক বোতল দিয়ে মারধর করে জবানবন্দি আদায় করে যে, সে পার্কের বেঞ্চের নিচে মাদক রেখেছিল। পরে এক বিচারক তাকে সাড়ে পাঁচ বছরের কারাদ- দেয়।
রাশিয়ার কিছু কারাগার মুসলিম বন্দীদের জন্য একেবারেই প্রতিকূল। অনেক কারাগারে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে বিছানা ছেড়ে ওঠা নিষিদ্ধ। ফলে ফজরের নামাজ পড়লে শাস্তির মুখে পড়তে হয়। রমাদ্বান শরীফে রোযা রাখাও কঠিন হয়ে ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন উপজাতি মাদক কারবারি গ্রেফতার
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী সপ্তাহ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরখাস্ত ১৩৯ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনিয়মের জোয়াল টানতে ৩০০০ কোটি টাকার নতুন প্রকল্প!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ যেন আবারও ফ্যাসিবাদের পরিচিতি না পায়’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুক্তিযুদ্ধ-ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এমপিওভুক্ত শিক্ষকদের আলোচিত সেই নোটিশ প্রত্যাহার
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












