রেকর্ড সৃষ্টিকারী তাপপ্রবাহের কবলে অস্ট্রেলিয়া
এডমিন, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ রবি’ ১৩৯১ শামসী সন , ২৩সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
চলতি সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সিডনীতে চলছে অতীতের সকল রেকর্ড ভঙ্গকারী তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাস দাবানলের বিপদকে দীর্ঘায়িত করছে। নিউ সাউথওয়েলস রাজ্যের দক্ষিণ উপকূলে বেশ কয়েকটি স্কুল দাবানলের ঝুঁকি বৃদ্ধির কারণে বন্ধ করে দেয়া হয়েছে। যদিও এখন অস্ট্রেলিয়াতে বসন্তকাল চলমান তদুপরি সর্বত্রই অস্বাভাবিক গরম বিরাজ করছে। সিডনীর অবজারভেটরি হিল ওয়েদার স্টেশন গত সপ্তাহে বেশ কয়েকটি তাপমাত্রার রেকর্ড সেট করেছে। মেলবোর্নের অলিম্পিক পার্ক এবং অ্যাডিলেডের ওয়েস্ট টেরেসেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড করা শীর্ষ ১০% এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে। তিনটি শহরেরই রেকর্ড রয়েছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। অষ্ট্রেলিয়ান ব্যুারো অফ মেটিওরোলজি মঙ্গলবার ঘোষণা করেছে যে, অস্ট্রেলিয়া এখন এল নিনো পানিবায়ূ প্যাটার্নে রয়েছে। এল নিনোর সাথে অষ্ট্রেলিয়ায় বর্ধিত খরা, তাপপ্রবাহ এবং বুশফায়ারের সম্পর্ক রয়েছে।