চিত্র: হারানো মসজিদের উদ্ধারকৃত ইট। চিত্র: নতুন গড়ে ওঠা মসজিদের নিচে ৬৯ হিজরীর হারানো মসজিদকে সংরক্ষণ করা হয়েছে।
লালমনিরহাটের ১৪শ বছর আগের ঐতিহাসিক ‘হারানো মসজিদ’ (২)
‘ছিটকে পড়া’ ইটের ঘটনা:
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
একটা ইটের ছিটকে পড়ার ঘটনার মধ্য দিয়েই মজদের আড়ায় আবিষ্কৃত হয় ৬৯ হিজরী বা ৬৯০ খ্রিস্টাব্দের হারানো মসজিদ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৬ সালে হিজরী ১০ই মুহররমুল হারাম শরীফ এই মসজিদের রহস্য উন্মোচিত হয়ে পড়ে। আইয়ুব আলী নামে রামদাস গ্রামের এক বাসিন্দা অন্য অনেকের মতো মজদের আড়া থেকে ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে যান। এক পর্যায়ে কুড়িয়ে নেওয়া ইটগুলোকে তিনি পরিষ্কার করছিলেন। কিন্তু এমন সময় তিনি দেখতে পান গাদা করে রাখা ইটের স্তূপ থেকে একটি ইট যেন আলাদাভাবে ছিটকে পড়েছে। তিনি দেখতে পান ছিটকে পড়া ইটের গায়ে কি যেন লেখা আছে। টিউবওয়েলের পানিতে ইটটা ভালো করে ধুয়ে নেন। তারপর কয়েকজন মিলে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান, ওই ইটটি একটি প্রাচীন শিলালিপি, যার আকার ৬দ্ধ৬দ্ধ২। এর ওপরে স্পষ্টাক্ষরে লেখা, কালিমা শরীফ “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হিজরী সন ৬৯”। এই ঘটনায় স্থানীয় লোকদের মনে দৃঢ় প্রত্যয় জন্মে, এটা কোনো হারানো মসজিদের অস্তিত্বাবশেষ।
পরে সেখান থেকে ইট ওঠানো বাদ দিয়ে মাটি সরানো শুরু হয়। এক পর্যায়ে ২১ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থবিশিষ্ট একটি মসজিদের ভিত্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। যার দেয়ালের পুরুত্ব ৪ ফুট ৬ ইঞ্চি। এর একটি দরজা এবং ঘরের চারকোণে ৮ কোণবিশিষ্ট ৪টি স্তম্ভ রয়েছে। তাছাড়াও তলিয়ে যাওয়া মসজিদের ধ্বংসস্তূপ থেকে কারুকার্যময় ইট এবং গম্বুজের চূড়া পাওয়া যায়।
অলৌকিক ঘটনা:
ওই ঘটনার পর তখনো মজদের আড়ায় নামায পড়া শুরু হয়নি। এক রাতে আফছার আলী শুনতে পান তার ভায়রা ভাই নওয়াব আলীর মতো কণ্ঠে একজন বলছেন, ‘চলো, আমরা মজদের আড়ায় নামায পড়ি। এমন আহ্বান শুনে রাতের বেলায়ই নামায পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন আফছার আলী। একসময় পৌঁছে যান ভায়রার বাড়িতে। ভাবছিলেন ভায়রা হয়তো বেরিয়ে আসবেন নামায পড়ার উদ্দেশ্যে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল ভায়রা ঘর থেকে বের হচ্ছেন না। পরে তাকে ডাকাডাকি শুরু করেন আফছার এবং বলেন, নামায পড়ার জন্য ডেকে নিয়ে এসে তুমি আর বেরোচ্ছ না কেন? এ কথা শুনে নওয়াব আলী তাজ্জব বনে যান। ঘটনাটা এলাকায় জানাজানি হলে, সবাই মিলে ওই দিন থেকেই সেই স্থানে নামায পড়া শুরু করেন।
এলাকাবাসীর মতে, পরবর্তী সময়ে এখানেই নির্মাণ করা হয় হারানো মসজিদ কমপ্লেক্স এবং একটি নূরানী মাদরাসা।
তবে আগের মসজিদের অংশটি নতুন মসজিদের নিচে অক্ষত রাখা হয়েছে। সেটিও নতুন মসজিদের ভেতরে চিহ্নিত করে রাখা হয়েছে। মসজিদটি দেখতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ প্রতিদিন সেখানে ভিড় জমায়।
হারানো মসজিদ কমপ্লেক্স নির্মাণের আগে রামদাস গ্রামের মানুষেরা নামায পড়ত তিন কিলোমিটার দূরের সুবেদার মুনছুর খাঁ নিদাঁড়িয়া মসজিদে, যা একই ইউনিয়নের নয়ারহাট পাড়ায় অবস্থিত। এই মসজিদটি মোগল আমলের স্থাপত্যকীর্তির সাক্ষ্য বহন করছে। অবশ্য এটিও দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল। স্থানীয় লোকজন গরু খুঁজতে গিয়ে এই মসজিদটি জঙ্গলের ভেতর খুঁজে পায়। অবশ্য এলাকাবাসী তারও আগে ছয় থেকে সাত কিলোমিটার দূরের রতিপুরের কেরামতিয়া বড় মসজিদে নামায পড়তে যেত।
শিলালিপির সূত্র ধরে অনুসন্ধান:
যে শিলালিপির বর্ণনা থেকে হারানো মসজিদকে ৬৯ হিজরীর বলা হচ্ছে, সেই শিলালিপি এখন নানা হাত ঘুরে রংপুরের তাজহাট জমিদারবাড়ির জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপিটি রামদাস গ্রামের অধিবাসীদের কাছ থেকে নিয়ে যান কুড়িগ্রামের একজন সাংবাদিক। তার কাছ থেকে পরবর্তী সময়ে সংগ্রহ করে এটি সংরক্ষণের জন্য রাখা হয় রংপুরের তাজহাট জমিদারবাড়ি জাদুঘরে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে রংপুরের টাউন হলে একটি সেমিনারের আয়োজন করা হয়। যার বিষয় ছিল ‘হিজরী প্রথম শতাব্দীতে ইসলাম ও বাংলাদেশ’। ওই সেমিনারে উপস্থিত সব আলোচক ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রমাণ করতে সক্ষম হন যে, ৬৯ হিজরী অর্থাৎ ৬৯০ খ্রিস্টাব্দে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম কর্তৃক এই হারানো মসজিদ নির্মাণ করা মোটেই অসম্ভব কিছু নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভাত খেলে কি ওজন বাড়ে?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাতি যখন মাদকের সন্ধানদাতা!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাপ ডালিমের দানা খেলে কি হয়?
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কেন খাবেন নিম পাতার রস?
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












