লোকালয়ে বাঘ, ঘুমাচ্ছে বাড়ির দেয়ালে!
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সামিন, ১৩৯১ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
প্রবাদ রয়েছে যে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাঘ নিয়ে ভীতির জন্য হয়তো এ প্রবাদের জন্ম হয়েছে। তাহলে ভাবুন তো যে জীবন্ত বাঘ যদি কারোর বাড়ির দেয়ালে বসে ঘুমায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ঠিক এমনই এক ঘটনার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত বুধবার (২৭ ডিসেম্বর) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাড়ির দেয়ালে ঘুমাতে দেখা গেছে একটি বাঘকে। পুরো একটি রাত সেখানে কাটিয়েছে বাঘটি। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটিকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোনা গ্রামের।
সেখানকার বাসিন্দারা জানায়, তাদের গ্রামটি স্থানীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে ১২ কিলোমিটার দূরে। ফলে গ্রামটিতে বাঘের আনাগোনা অস্বাভাবিক কিছু নয়। তবে তাই বলে বাড়ির দেয়ালে বাঘ রাত কাটাবে সেটা অকল্পনীয়।
স্থানীয় এক ব্যক্তি জানায়, ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টা বা একটার দিকে বাড়ির বাইরে ঘুমাচ্ছিলো সে। এমন সময় সে আওয়াজ পায়। এতে ঘুম ভেঙে সে দেখতে পায় যে বাড়ির দেয়ালে বড়সড় কিছু একটা বসে আছে। প্রথমে না বুঝলেও পরে বেরিয়ে দেখে যে বাঘ পাঁচিলে বসে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টা বাঘটি গ্রামে অবস্থান করেছিল। এমনকি বাঘটি দেখতে আশপাশের গ্রামের লোকের ঢল নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বাঘ ঘিরে যেন জনতার উৎসব নামে গ্রামে। এমনকি উপস্থিত জনতার মাঝে এ নিয়ে কোনো ধরনের ভয় বা আতঙ্ক দেখা দেয়নি।
পিলভিট বাঘ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর নবীন বলেছে, আমরা ভোরের দিকে খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেটিকে উদ্ধার করা হয়।
সে বলেছে, বাঘটি যেহেতু লোকালয়ে বাড়িতে ঢুকে পড়েছিল, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম মেনে বাঘটিকে ট্র্যাঙ্কুইলাইজারের সাহায্যে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আপাতত বাঘটির চিকিৎসা চলছে। বাঘটিকে সংরক্ষিত এলাকায় ফিরিয়ে দেওয়া হবে।
ভারতের এ গ্রামটিতে বাঘের আনাগোনা নতুন নয়। ওই গ্রামের একাধিক বাসিন্দা জানায়, এর আগেও তারা আশপাশের অঞ্চলে বাঘের দেখা পেয়েছে। গত কয়েক বছর ধরে এ ধরনের ঘটনা বাড়ছে।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার (হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ডিভিশন) প্রধান ড. অভিষেক বলেছে, তরাই অঞ্চলের লোকালয়ে বাঘ আসার ঘটনা নতুন নয়। একাধিক কারণে বাঘ লোকালয়ে ঢুকে পড়তে পারে।
সে বলেছে, বাঘ অসুস্থ বা সন্তানসম্ভবা হওয়া বা বুড়ো হওয়ার কারণে আসতে পারে, যখন সে শিকার ধরতে পারে না। ওরা আসলে ঘন গাছপালাযুক্ত জায়গা পছন্দ করে। বাঘের কাছে আখের ক্ষেত বা বনের মধ্যে খুব একটা তফাৎ নেই। এ জন্য সে লোকালয়ে আসতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২১ ডিসেম্বরে বছরের সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুম ভাঙতেই বুকে ব্যথা? সাবধান হোন
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভাত খেলে কি ওজন বাড়ে?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাতি যখন মাদকের সন্ধানদাতা!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাপ ডালিমের দানা খেলে কি হয়?
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












