শানে ইমামুল উমাম ও উম্মুল উমাম আলাইহিমাস সালাম দুই নিয়াজি
মুহম্মদ আবুল হুসাইন আরাফাত কেন্দুয়া, নেত্রকোণা
এডমিন, ০১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সাদিস ১৩৯১ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) কবিতা
আসসালাম আম্মাজী
আপনারা সর্বসেরা
কুল কায়িনার কাজি।
এই আকাশ এই বাতাস
শুকরিয়ায় রয় তেজী
আলোকিত যুন নূরে
ধরা নিত্য সাজি।
খোদ ইলাহী সদা
বিলান রহম রাজী
সর্বসেরা রহম
মোদের দুই মাওলাজী।
সুবহশাম কুল আওয়াম
অযিফায় পায় রাজী
যিকিরে ফিকিরে
সালাম দুই নিয়াজি।
ইলাহীর নজরানায়
পেলাম দুই আক্বাজী
জিন্দাবাদ জিন্দাবাদ
বাবাজী ও আম্মাজী।