শিক্ষকদের জাল সনদ ধরতে মাঠে ডিপিই
-প্রমাণ মিললে মিলবে শাস্তি
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ৩১ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সারাদেশে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত চার লাখ ৪৩ হাজারের বেশি শিক্ষক। তাদের একাডেমিক ও পেশাভিত্তিক সনদ যাচাইয়ে উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শিক্ষকদের অনেকেই জাল সনদে চাকরি এবং উচ্চতর গ্রেড নিয়েছেন- এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় মাঠে নেমেছে প্রাথমিক স্কুলের নিয়ন্ত্রণকারী এ সংস্থা।
ডিপিই সূত্রে জানা গেছে, শিক্ষকদের সনদ দুই ধাপে যাচাই হবে। প্রথম ধাপে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষকদের একাডেমিক ও ‘ব্যাচেলর অব এডুকেশন’ (বিএড) কোর্স, দ্বিতীয় ধাপে একাডেমিকসহ অন্যান্য সনদ যাচাই করা হবে। একাডেমিক ও পেশাভিত্তিক সনদ যাচাইয়ে উভয়ক্ষেত্রে বেসরকারি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদগুলো আগে বিবেচনায় আনা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দারুল ইহসান, এশিয়ান ইউনিভার্সিটি, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি ও রয়েল ইউনিভার্সিটির সনদগুলো আগে যাচাই করা হবে।
তবে, বিশাল সংখ্যক শিক্ষকদের সনদ কোন পদ্ধতিতে যাচাই করা হবে তা এখনও ঠিক করতে পারেনি দপ্তর।
জানতে চাইলে ডিপিই প্রশাসন শাখার উপপরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) ড. নাছিমা বেগম বলেন, ‘বেশকিছু শিক্ষকের বিএড ও একাডেমিক সনদ জাল প্রমাণ পাওয়ার পর সারাদেশের জেলা শিক্ষা কর্মকর্তাদের সনদ যাচাইয়ের জন্য চিঠি দিয়েছি। প্রথম ধাপে বিএড বা সমতুল্য সনদগুলো সংগ্রহ করে তা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।’ এর মধ্যে কোন সনদ জাল, তা কীভাবে চিহ্নিত করবেনÍ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সনদ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এর সত্যতা যাচাই করা হবে।’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কাজটি করেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এ দপ্তরের কর্মকর্তারা বলেন, জাল সনদ চিহ্নিত করা খুবই জটিল কাজ। কারণ, যে প্রতিষ্ঠান তার সনদ ইস্যু করেছে তারা কখনই জাল বলবে না। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ আরও কিছু সংস্থার সহযোগিতা নিয়ে তা চিহ্নিত করতে হয়। এ সক্ষমতা ডিপিই’র আছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরও এ উদ্যোগ নেওয়া হয়েছে, এ কারণে তাদের সাধুবাদ জানাই।
ডিআইএ’র এক পরিদর্শক বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিষ্ঠান পরিদর্শনের সময় সব শিক্ষকের সনদ সংগ্রহ করে আনা হয়। প্রাথমিক যাচাইয়ের পর কারও সনদ সন্দেহ হলে তা নিয়ন্ত্রণকারী সংস্থা ইউজিসি ও সনদ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। দুই জায়গা থেকে যাচাই হলে প্রকৃত তথ্যটি পাওয়া যায়। একপক্ষীয় যাচাইয়ে কখনও প্রকৃত তথ্য আসে না বলেও জানান তিনি।
গত ২২ মার্চ ডিপিই উপপরিচালক ড. নাছিমা বেগম সারাদেশের জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, ২০১৩ সাল এবং এরপর বিভিন্ন ধাপে জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড/সিএড, সিইনএড সনদ নিয়েছেন, তাদের কেউ কেউ জাল সনদ গ্রহণ করেছেন। এ সনদ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্কেলের বেতন-ভাতাদি গ্রহণ করছেন। এতে সারাদেশে প্রাথমিক শিক্ষার ভাবমর্যাদা ক্ষুণœ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে আরও জানা যায় যে দেশব্যাপী এ জাল সনদ প্রদানে বিভিন্ন সিন্ডিকেট রয়েছে।
এক্ষেত্রে সারাদেশের জাতীয়করণ করা শিক্ষকদের সনদ যাচাইয়ে আপনার আওতাধীন সব উপজেলা শিক্ষা অফিসারকে জাতীয়করণ করা শিক্ষকদের সনদের সত্যায়িত কপি আগামী ১৫ এপ্রিলের মধ্যে ডিপিই উপপরিচালক, তদন্ত ও শৃঙ্খলা শাখায় পাঠাতে অনুরোধ করা গেল।
প্রমাণ মিললে মিলবে যেসব শাস্তি:
কোনো শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি বা উচ্চতর গ্রেড নেওয়ার প্রমাণ মিললে দুই ধরনের শাস্তির বিধান রয়েছে। চাকরিতে প্রবেশের যোগ্যতা হিসেবে যেসব সনদ প্রয়োজন হয় যেমন- স্নাতক সনদ, এগুলো জাল প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে। এক্ষেত্রে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর বিভাগীয় মামলা হবে। এসব প্রক্রিয়া শেষ করতে দীর্ঘসময় লেগে যায়।
অন্যদিকে, চাকরিতে উচ্চতর গ্রেডে যাওয়ার জন্য বিএড বা সমজাতীয় সনদের প্রয়োজন হয়। এসব সনদ জাল প্রমাণিত হলে দুই ধরনের শাস্তি দিতে পারে প্রশাসন। প্রথমত, সনদের বিপরীতে যে পরিমাণ অর্থ গ্রহণ করেছেন তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এবং দ্বিতীয়ত, তাকে চাকরিচ্যুত করা। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার শাস্তিটি বেশি প্রয়োগ করা হয় বলে প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি খরচায় ১৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জনকে আইনি সহায়তা প্রদান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পৌঁছেছে সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একে খন্দকার আর নেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে’
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভারতে বসে হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে’
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ-ভারত সম্পর্ক আবারও তলানিতে
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাদির জানাজাকে কেন্দ্র করে, একটি গোষ্ঠী বিপ্লবী সরকার গঠনের পাঁয়তারা করছে’
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












