শিশুর ভুয়া জন্ম-মৃত্যু দেখিয়ে নিবন্ধনের লক্ষ্যপূরণ!
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১২ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ও বুধল, কসবা উপজেলার কুটি এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন ঘুরে ভুয়া নিবন্ধনের তথ্য পাওয়া গেছে। শিশুদের ক্ষেত্রেই ভুয়া সনদের ঘটনা বেশি। এমন অনেক শিশুর নিবন্ধন করা হয়েছে, যারা আসলে জন্মই নেয়নি। কাগজে-কলমে তাদের জন্ম ও মৃত্যু দেখানো হয়েছে। শিশুদের বেছে নেওয়ার অন্যতম কারণ, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে কোনো টাকা লাগে না। এরপর টাকা লাগে (৫ বছর পর্যন্ত ২৫ টাকা)। শিশুর জন্ম দেখিয়ে ৪৫ দিনের মধ্যেই তার মৃত্যু দেখিয়েছেন নিবন্ধকরা, এতে ভুয়া নিবন্ধনের জন্য তাদের পকেটের টাকা খরচ করতে হয়নি। ইউপি সচিবেরা বিষয়টি স্বীকারও করেছেন। বলেছেন, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা দেশেই জালিয়াতির ঘটনা কম-বেশি ঘটছে।
জন্ম ও মৃত্যুনিবন্ধনের জালিয়াতির অভিযোগ পেয়ে অনুসন্ধানের জন্য একটি জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়াকে বেছে নেওয়া হয়েছে। কারণ, ৭-৮ মাস আগেও জেলাটি জন্ম ও মৃত্যুনিবন্ধনের নির্ধারিত লক্ষ্য অর্জনের দিক দিয়ে ৫৬ নম্বরে ছিল। এ বছরের অক্টোবর মাসে জেলাটি ৫০ ধাপ এগিয়ে ৫ নম্বরে চলে এসেছে।
জনস্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম বলেন, ভুয়া নাম ঢুকে যাওয়ার মানে হচ্ছে ‘সিস্টেম’ দূষিত হওয়া, বাড়তি জনসংখ্যার তথ্য ঢুকে সরকারের পরিকল্পনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া। তিনি বলেন, ভুয়া নাম ও তথ্য ঢোকানোর সুযোগ থাকলে রোহিঙ্গাদের নামও ঢুকতে পারে। অপরাধীরা ভুয়া নিবন্ধনগুলো ব্যবহার করার সুযোগ নিতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র পাওয়া, পাসপোর্ট নেওয়া ইত্যাদি ১৯টি ক্ষেত্রে জন্মসনদ প্রয়োজন হয়। উত্তরাধিকার ও সরকারি ভাতাসহ বিভিন্ন অধিকার সুরক্ষার জন্য প্রয়োজন মৃত্যুনিবন্ধন। মৃত্যুনিবন্ধন করতে লাগে জন্মসনদ।
জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪-এর ৮ ধারা অনুসারে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধকের কাছে মা-বাবা, অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি তথ্য দিতে বাধ্য থাকবেন। তবে প্রয়োজন ছাড়া জন্ম ও মৃত্যুনিবন্ধন করতে আগ্রহ দেখা যায় না পরিবারগুলোর মধ্যে।
অনুসন্ধানের সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ছিলো শংকর কুমার। সে বদলি হয়েছে। তবে ২৭ নভেম্বর সে বলেছে, ‘টার্গেট পূরণে চাপ প্রয়োগের বিষয়টি সত্য। আমাকে ওপর থেকে চাপ দেওয়া হয়েছে। আমি ইউএনওকে চাপ দিয়েছি। আর ইউপি সচিবদের ওপর ইউএনও “রোলার কোস্টার” চালিয়েছে।’
লক্ষ্য পূরণ করতে পারলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে জেলা-উপজেলা-ইউনিয়নকে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবসে পুরস্কৃতও করা হয়েছে (এ বছর দেওয়া হয়নি)। না পারলে ইউপি সচিবদের তিরস্কার করা হয়, অদক্ষ বলা হয় ও বদলির হুমকি দেওয়া হয়।
জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য বছরে প্রতি ইউপিতে প্রায় ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের বরাদ্দ রয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। এই বিপুল খরচের পর যে তথ্যভান্ডার তৈরি হচ্ছে, সেখানে ১৮ বছর বয়সীকে দেখানো হচ্ছে ১৯ সন্তানের মা, ভূরি ভূরি ভুয়া শিশু জন্ম ও মৃত্যুর তথ্য তো রয়েছেই। তথ্যভান্ডারে থাকা ব্যক্তির তথ্যের কোনো নিরাপত্তা থাকছে না। এসব ভুয়া নিবন্ধনের কারণে পুরো তথ্যভান্ডার হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে সড়কের পাশে ফুটে থাকা বারলেরিয়া ক্রিস্টাটার। চিরহরিৎ এই গুল্মজাতের ফুল গোলাপি, বেগুনি বা সাদা রঙের হয়।
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাত জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ -ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কাবু উত্তরাঞ্চল, হাসপাতালে কয়েকগুণ বেশি রোগী
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশেদকে অবাঞ্চিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত বরিশালের সবজি চাষিরা
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ হাজার টাকার চুক্তিতে আগুন দেওয়া হয় নির্বাচন অফিসে
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












