গোয়েন্দাদের নজরদারি:
সরকারবিরোধী আন্দোলনে ছিন্নমূলদের নিয়ে ‘বিশেষ ফোর্স’ গঠনের চেষ্টা
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে সুযোগ বুঝে অস্থিরতা সৃষ্টির জন্য ছিন্নমূল শিশু-কিশোর ও তরুণদের যুক্ত করার পরিকল্পনা শুরু হয়েছে। রাজধানীসহ বড় কয়েকটি মহানগরীতে পথে-ঘাটে থাকা ছিন্নমূল ও স্বজনহীন শিশু-কিশোরদের টার্গেট করে এই পরিকল্পনা চলছে। রাষ্ট্রীয় প্রভাবশালী একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।
গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ধাপে ছিন্নমূল শিশু-কিশোরদের ব্যবহার করার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এক্ষেত্রে ছিন্নমূলদের কারা সংগঠিত করছে, কারা অর্থায়ন করছে- সেসবের সূত্র মেলাতে তৎপরতা শুরু করেছে প্রভাবশালী একাধিক সংস্থা।
সংস্থার সূত্র বলছে, তাদের কাছে তথ্য রয়েছে সরকারবিরোধী আন্দোলনের শেষ ধাপে ছিন্নমূল গোষ্ঠীর মানুষদের নিয়ে ‘বিশেষ ফোর্স’ গঠন করা হতে পারে। এক্ষেত্রে আন্দোলনের নিয়মিত শক্তির পাশাপাশি এই ফোর্সটিকেও শেষ মুহূর্তে কাজে লাগানোর তৎপরতা চলছে।
এই প্রক্রিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কোন ব্যক্তি বা দল জড়িত তা এখনই প্রকাশ করতে নারাজ গোয়েন্দা সূত্র।
একাধিক গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্রের দাবি, সারা দেশে ২৫ লাখের বেশি ছিন্নমূল শিশু-কিশোর ও তরুণ রয়েছে। যাদের বেশিরভাগ সুনির্দিষ্ট কোনও কাজে যুক্ত নেই। রাজধানীতে প্রায় সাত-আট লাখ ছিন্নমূল মানুষ বিভিন্ন সড়কে অবস্থান করে। তাদের মধ্য থেকেই সুনির্দিষ্ট ‘সুবিধা’র বিনিময়ে বাছাইকৃত ছিন্নমূলদের বিশেষ ফোর্সে যুক্ত করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভাসমান, ছিন্নমূল শিশু-কিশোর-তরুণরা যেন অপরাধে না জড়ায়- সেই চিন্তা থেকে আগেভাগেই নজরদারি শুরু হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ. মুহিদ উদ্দিন বলেন, ‘যেকোনও ধরনের অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে আগাম তথ্যের জন্য গোয়েন্দা পুলিশ কাজ করে থাকে। ভাসমান বা ছিন্নমূল যা-ই বলি না কেন, তারা সমাজের একটি অংশ। এই ভাসমান এবং ছিন্নমূল যারা রয়েছে, তাদের কেউ যেন কোনও ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। যখনই কোনও ধরনের তথ্য পাওয়া যায়Íতখনই সেসব বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। ’
ড. খ. মুহিদ উদ্দিন আরও বলেন, ‘ছিন্নমূল এবং ভাসমান যারা রয়েছে, তারা যাতে কারও ইন্ধনে কোনও ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে বিশেষ নজর রাখা হচ্ছে। শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ নয়- পুলিশের সব ইউনিট এসব বিষয়ে নজর রাখছে। নির্বাচনকে সামনে রেখে কোনও ধরনের অপতৎপরতার সুযোগ যেন কেউ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ বিশেষ নজর রাখছে। ’
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, ‘ভাসমান বা ছিন্নমূল যারা রয়েছে, তাদের অপরাধ শনাক্তে পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যখনই কোনও ধরনের গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে, তখনই পুলিশ তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছে। ’
সমাজসেবা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, সরকারের অন্য সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ছিন্নমূলদের রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অধিদফতরের কর্তাব্যক্তিদের মধ্যে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে আলোচনা শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দিল্লির পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসির সম্মেলনে পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাইলেন এসপিরা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে -ফখরুল
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির মনোনয়ন পেলো উগ্র হিন্দুত্ববাদী সাবেক দুই আ. লীগ নেতা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরন করে নিয়ে গেলো আরাকান আর্মি
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভোটের আগে প্রকল্প অনুমোদন ও উদ্বোধন নয়
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, তারা গেজেটেড কর্মকর্তা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা -ময়মনসিংহে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর এনসিপির কার্যালয় তছনছ
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












