সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া হচ্ছে বেসরকারিতে!
, ০১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম। এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদেরও। অবিশ্বাস্য হলেও এমন কা- ঘটাচ্ছেন রাজধানীর মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য।
মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল। সরজমিনে ঘুরে দেখা যায়, জরুরি বিভাগের সামনের প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা ভালো সেবার আশ্বাস দিয়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চাইছেন। এ কাজ সম্পন্ন করলে নিরাপত্তারক্ষীরা রোগী প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা পান। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তারা জানান, রোগীর বিলের পরিমাণ অনুযায়ী কমিশন দেয়া হয়।
অনুসন্ধানে দেখা যায়, মুকিত নামে এক গাড়িচালক মাতুয়াইল হাসপাতাল থেকে রোগী নিয়ে বাংলাদেশ নবজাতক হাসপাতালে পৌঁছে দেন। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতুয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। ওই হাসপাতালের মালিক মাতুয়াইল হাসপাতালের পরিচালক মজিবুর রহমান এবং চেয়ারম্যান তার স্ত্রী।
রোগী বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে পাঠানোর পর মুকিত টোকেন সংগ্রহ করে কাউন্টার থেকে কমিশন তোলেন। প্রতি রোগী বাবদ তিনি ১৫০০ থেকে ২০০০ টাকা কমিশন পান। রোগী গাড়ি ভাড়া দেয়ার পরও কাউন্টার থেকে কীসের টাকা নিয়েছেন-জানতে চাইলে মুকিত তা অস্বীকার করেন। তবে ফোনে তিনি স্বীকার করেন, ‘এখানে সিন্ডিকেট আছে; নিরাপত্তারক্ষীরা রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠায়।’
এদিকে, যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরও বেশি। নিরাপত্তারক্ষীরা রোগীর অবস্থার ওপর ভিত্তি করে কমিশন পেয়ে থাকেন। রোগীর বিল যত বাড়ে, কমিশনের পরিমাণও বাড়ে। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। এটিই মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালসহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র।
রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে মাতুয়াইল হাসপাতালের পরিচালক মজিবুর রহমান দুই দিন পরে আসার জন্য বলেন। সে সময় মুঠোফোনে তিনি বলেন, সাইনবোর্ড মোড়ে আমার একটি নবজাতক হাসপাতাল রয়েছে। ছোটোখাটো ভুলভ্রান্তি থাকলে তা কারেকশনের যোগ্য হলে ঠিক করা হবে। তবে এটি বড় ধরনের অপরাধ হলে মিডিয়াতে প্রকাশ করতে পারেন।
তবে দুই দিন পর ফোন করার পর নানা টালবাহানায় ঘোরাতে থাকেন। এক পর্যায়ে মজিবুর রহমান মুঠোফোনে তার বাসায় যাওয়ার অনুরোধ করেন এবং বলেন, কিছু মনে না করলে আমার বাসায় চায়ের দাওয়াত নেন। বাসায় আসেন।
মাতুয়াইল হাসপাতালের পাশের আরেকটি হাসপাতাল প্রো-অ্যাকটিভ। হাসপাতালের উপ-পরিচালক জিয়াউদ্দিন হোসেন অপু কমিশনের বিনিময়ে রোগী ভাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, মার্কেটিংয়ের লোকদের প্রতিমাসেই সেলস টার্গেট দেয়া থাকে। সেটি পূরণের জন্যই তারা অনেক সময় এমন রোগী পাঠায়।
রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালকসহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমদাদুল হকের। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল কাসসাম ব্রিগেডে ৩০ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করলো হামাস
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন -পররাষ্ট্র উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপিকে যে পরামর্শ দিলেন গণমাধ্যম কর্তাব্যক্তিরা
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফুলকপির কেজি মাত্র ২ টাকা!
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০ জন শিক্ষার্থীর জন্য একটি টয়লেট, মানদ- মানছে মাত্র ২৮.৬ শতাংশ স্কুল
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি -তারেক রহমান
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












