সরকারের ওপর বাইরের চাপ বেড়েই চলেছে
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি সামনে রেখে সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও ব্যক্তির ওপর প্রভাবশালী দেশ, আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তিদের পরোক্ষ চাপ তৈরি অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার ভিসা নীতি ঘোষণা দিয়ে শুরু করার পর সর্বশেষ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য (এমইপি)। এইচআরডব্লিউ গত সোমবার এক বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের নিয়োগে কড়াকড়ি আরোপের জন্য জাতিসংঘকে তাগিদ দিয়েছে।
এসব তৎপরতা সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘এসব বিবৃতি আর চিঠিতে চাপ হয়তো কিছুটা পড়ে সরকারের ওপর।’
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার ২৫ ও ২৬ জুন বাংলাদেশ সফর করবে। শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্মকর্তার ঢাকা সফর সামনে রেখে মিশনের জন্য বাংলাদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লোকবল নিতে যাচাই-বাছাইয়ের কাজটি সূক্ষ্মভাবে করার তাগিদ দিয়েছে এইচআরডব্লিউ।
এইচআরডব্লিউ জাতিসংঘকে বিবৃতিতে বলেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) বিভিন্ন নিরাপত্তা বাহিনী বিরোধী রাজনৈতিক দল, সক্রিয় অধিকারকর্মী, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ওপর এবং রোহিঙ্গা শরণার্থীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। ঢাকা সফরের সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে এসব অভিযোগের বিষয়ে সরব হতে হবে, উদ্বেগ প্রকাশ করতে হবে।
এইচআরডব্লিউর চিফ অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো উগার্তে বিবৃতিতে বলে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দীর্ঘদিন ধরে ‘গুরুতর মানবাধিকার’ লঙ্ঘন করে আসছে।
এইচআরডব্লিউ বিবৃতিতে উল্লেখ করে, ২০১৯ সালে বাংলাদেশে দমন-নিপীড়নের রেকর্ড পর্যালোচনা করে জাতিসংঘের কমিটি বলেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করা কর্মীদের প্রায়শই জাতিসংঘের শান্তি মিশনে সেবার জন্য মোতায়েন করা হয়েছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।
এই কমিটি একটি স্বাধীন যাচাই-বাছাই পদ্ধতির সুপারিশ করে বলেছে, যেসব ব্যক্তি বা ইউনিটকে নির্বাচন করা হয়, তারা নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, গুম বা অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল না, তা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের উচিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শান্তি মিশনে পূর্বে নিযুক্ত র্যাব সদস্যদের বিষয়ে তথ্য চাওয়া। এরপর র্যাবের যেকোনো সদস্যকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা।
ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের চিঠি:
ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য (এমইপি) সোমবারই অন্য এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হাই রিপ্রেজেনটেটিভ ও ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল ফন্টেলেসকে বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ছয় এমইপি বাংলাদেশে রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য ‘সংলাপে সীমাবদ্ধ’ না থেকে ‘বাস্তবভিত্তিক পদক্ষেপ’ নেওয়ার তাগিদ দিয়ে বলেছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের জন্য ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে (ইইএ, যা সাধারণভাবে শেনজেন হিসেবে পরিচিত) প্রবেশের নিষেধাজ্ঞার মতো ব্যবস্থার কথা বিবেচনায় নেওয়া যেতে পারে।
সংসদ নির্বাচন সামনে রেখে ভোটব্যবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের ভিসা দেওয়ার ওপর কড়াকড়ি করার কথা বলেছে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন মার্কিন সরকার। গত ২৪ মে এই ঘোষণার পরদিনই দেশটির বিরোধী রিপাবলিকান দলীয় ৬ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া এক চিঠিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত যদি বাংলাদেশে খারাপ নজর দেয়, পাকিস্তানের মিসাইল এর জবাব দেবে
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবী -হাইকোর্ট
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ৬ মাস বাড়ল
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে বন্ধ ওএমএস কার্যক্রম, বিপাকে হতদরিদ্র মানুষ
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লির পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসির সম্মেলনে পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাইলেন এসপিরা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে -ফখরুল
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির মনোনয়ন পেলো উগ্র হিন্দুত্ববাদী সাবেক দুই আ. লীগ নেতা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরন করে নিয়ে গেলো আরাকান আর্মি
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












