সারাদেশে ৩০ প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা
এডমিন, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ রবি’ ১৩৯১ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে ৩০টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জুমুয়াবার (২২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ের বাজার অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ১৫টি জেলায় একযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে অধিদপ্তরের ১৭টি টিম কর্তৃক ২১টি বাজারে ৩০টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।