সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মাজার শরীফ স্থানান্তরের উস্কানিমূলক ‘আবেদন’
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে দেড় শতাধিক মাজার-খানকায় হামলার খবর সামনে আসে। এসব হামলার ঘটনা সামনে এনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার শরীফ স্থানান্তরের আবেদনের পর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এদিকে মাজার শরীফ রক্ষায় পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তারা সুপ্রিম কোর্টের মাজার শরীফ গেটের বাইরে মিছিলও করেছে। প্রয়োজনে মাজার শরীফ প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দিয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার সরিয়ে নেওয়া বা না নেওয়া নিয়ে মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবু বকর বলেন, সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গন থেকে মাজার সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। আবার শুনেছি, পাল্টা একটি চিঠিও দেওয়া হয়েছে মাজার সরিয়ে না নেওয়ার জন্য। আসলে আমরা এখনো চিঠির কোনো তথ্যই পাইনি। মাজার কমিটিও আমাদের কোনো কিছু জানায়নি।
মাজার সরিয়ে নেওয়া-না নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয় সূত্র জানায়, মাজার সরিয়ে নেওয়া-না নেওয়ার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। এ বিষয়ে বর্তমান মাজার কমিটি এবং সুপ্রিম কোর্টের জমি-জমা দেখভাল করার জন্য যে সংক্রান্ত কমিটি রয়েছে তারাও এটা নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করেনি।
গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর ও বহুতল মসজিদ নির্মাণ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনকারী মাহমুদুল হাসান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতি:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর ও বহুতল মসজিদ নির্মাণ পুনর্বিবেচনার জন্য আইনজীবীর আবেদনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তারা প্রয়োজনে মাজার প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল সরানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স. উ. ম আবদুস সামাদ এক যৌথ বিবৃতিতে বলেন, নিরাপত্তার অজুহাতে হাইকোর্ট মাজার শরিফ ও মসজিদ সরানোর আবেদন করা সরাসরি ইসলাম অবমাননার শামিল। বাংলার জনগণ কখনো তা মেনে নেবে না, দেশবাসী এ ইসলামবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে। নিরাপত্তার প্রয়োজনে মাজার প্রাঙ্গণ থেকে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট অন্যত্র সরিয়ে নিন।
মাজার স্থানান্তরের আবেদনে উদ্বেগ-উৎকণ্ঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন:
আজকের ঢাকা প্রতিষ্ঠার আগে এই মাজার প্রতিষ্ঠা হয়েছে। হাইকোর্ট প্রতিষ্ঠার ৬০৭ বছর আগে হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশতীর মাজার প্রতিষ্ঠা হয়। তিনি ৭৩৮ হিজরি মোতাবেক ১৩৪০ ইংরেজি ওফাত লাভ করেন, আর ঢাকা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় ১৯৪৭ সালে। হাইকোর্ট প্রতিষ্ঠার পর থেকে হাইকোর্ট মাজার হিসেবে খ্যাত হয়। ভুলে গেলে চলবে না যে, এ দেশে পবিত্র দ্বীন ইসলাম এসেছে পীর-আউলিয়াদের মাধ্যমে। বর্তমানে সেই দ্বীন ইসলাম প্রচারক পীর আউলিয়াদের মাজার ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে উগ্রবাদী ধর্মান্ধ সন্ত্রাসী চক্র।
এতে আরও বলা হয়, আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আল্লাহর অলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ বাংলায় কখনো শান্তি স্থাপিত হবে না। ২৪’র গণআন্দোলন পরবর্তী ১০০টির বেশি মাজার-খানকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা হয়েছে। এতদিন সংখ্যাগরিষ্ঠ মানুষ সুফিবাদী ও অহিংস হওয়ার কারণে এসব মব-সন্ত্রাস ও সহিংসতা করে পার পেয়েছে। সুন্নিদের ধৈর্যের আর পরীক্ষা নেবেন না। সুন্নি জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করলে সু্ন্িনরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে শুরু করলে সন্ত্রাসীরা কোনো ছাড় পাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বলছে গোয়েন্দা প্রতিবেদন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি সফরের বেশিরভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রাণঘাতী ছত্রাক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন’
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফের ভোজ্য তেলের দাম লিটারে ৯.২৭ টাকা বাড়ানোর সুপারিশ
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিনিয়র অফিসারকে ফাঁকি দেন না এসআই মহিউদ্দিন!
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
-বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত
১০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনীর প্রধান
১০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত
১০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯৭ মিলিয়ন ডলার পাচারের মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
১০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












