সুলত্বানায়ে কাওনাইন
আহমদ সারাবান তাহুরা
এডমিন, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাদিস ১৩৯১ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কবিতা

চাই সদা আপনার নেক রাযী,
আপনার দ্বারে মোরা ভিখারী
আপনি পথহারাদের দিশারী।
হে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন,
আপনার তাশরীফে সজীব যমীন।
আপনি আক্বা মামদূহজী উনার,
দোআলমের শাহী সঙ্গিনী।
হে শাহী সুলত্বানায়ে কাওনাইন,
মাদানী নিসবতে আপনি রঙ্গিন।
আপনার শাহী নূরানী রঙ্গে,
রাঙ্গিয়ে দিন মোদের জীবনী।
হে কুবরায়ে শাহী আম্মাজান,
ওয়ারাউল ওয়ারা আপনারই শান।
এমন শানের উম্মু আপনি,
মিল্লাতে কেহ কভু দেখেনি।
হে ছিদ্দীক্বা উম্মুল আশিকীন,
আপনার ইশকে আশিকান বিলীন।
আপনি নূরে মুজাসসাম উনার,
লখতে জিগার নয়নমণি।
হে আম্মাজী শাহী আম্মাজী,
আপনার খুশিতে মামদূহ খুশি।
আপনার দায়েমী রেযা পেলে,
কামিয়াব হবে মোদের জিন্দেগী।