সেই হুজিবি এখনও সক্রিয়
-অন্যান্য সংগঠনের সাথে মিলিত হয়ে নাশকতার চেষ্টা করছে
, ০৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২২ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৭ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কথিত হুজিবি সংক্ষেপে ডাকা হয় হুজিবি নামে। ২০০৪ সালের একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় সরাসরি অংশ নিয়েছিল এই সংগঠনের সদস্যরা। এরপর শীর্ষ নেতাদের কারও কারও ফাঁসি হয়, অনেকেই হয় গ্রেফতার। এরপর এখনও সক্রিয় রয়েছে সংগঠনটি। সন্ত্রাসবাদ প্রতিরোধে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মাঝখানে কোণঠাসা হয়ে পড়লেও কয়েক বছর ধরে হুজিবি সদস্যরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আরেক সন্ত্রাসবাদ সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে মিলিত হয়ে নাশকতার চেষ্টা করছে হুজিবি।
হুজিবি সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালায় ২০০৪ সালের ২১ আগস্ট। নারকীয় এই হামলায় আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ২৪ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিএনপি-জামাতের চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন পুরোটা সময় রাষ্ট্রীয়ভাবে মদত পেয়েছে এই সন্ত্রাসী সংগঠন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। ২০০৯ সালের পর থেকে সেই অভিযান আরও জোরদার করা হয়। এরপরই কোণঠাসা হয়ে পড়ে সংগঠনটি।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে হুজিবি’র অনেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে শীর্ষ নেতা মুফতে হান্নানসহ বেশ কয়েকজনের বিচার শেষে ফাঁসি কার্যকর হয়েছে। তবে এখনও হুজিবি’র অনেক নেতা পলাতক থেকে সংগঠনকে পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই কারাবন্দি থাকা অবস্থায়ই চালিয়ে যাচ্ছে সাংগঠনিক কার্যক্রম।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, সম্প্রতি পাহাড়ে কার্যক্রম চালানো নতুন সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার আল ফিন্দাল শারক্বিয়াও গঠন করা হয় কারাবন্দি হুজি নেতা আবু সাঈদের পরামর্শে। জিজ্ঞাসাবাদে জামাতুল আনসারের শীর্ষ নেতা শামীন মাহফুজ জানিয়েছে, কারাগারে থাকা অবস্থায় তার সঙ্গে হুজিবির শীর্ষ নেতা আবু সাঈদের পরিচয় হয়। তার পরামর্শেই পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল সে।
সিটিটিসি’র একজন কর্মকর্তা জানান, হুজিবি এখন কয়েকটি অংশে ভাগ হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। একটি অংশ এখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন। তারা হেফাজতে ইসলামের সঙ্গে মিশে গেছে। একটি অংশ নিজেরাই গোপনে নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আর অন্য অংশটি আনসার আল ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে। তাদের অনেকেই বিভিন্ন মামলায় দ-প্রাপ্ত হলেও পলাতক থেকে তৎপরতা চালাচ্ছে, অনেকে জামিন নিয়ে পালিয়ে আছে।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার এস এম নাজমুল হক বলেন, হুজি এখন সুপ্ত অবস্থায় আছে। ভেতরে ভেতরে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা তাদের নিয়মিত নজরদারি করছি। আফগান ফেরত অনেক মুজাহিদ এখনও বিভিন্ন ছদ্মবেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আমরা তাদেরও নজরদারি করছি।
সিটিটিসি সূত্র জানায়, হুজিবি এখনও বৃহত্তর সিলেটকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে বেশি। এই সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর যোগাযোগও বেশি। এছাড়া সংগঠনটি কয়েক বছর ধরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও ব্যাপক দাওয়াতি কার্যক্রম চালিয়েছে। এমনকি তাদের একটি গ্রুপ আরাকানেও তৎপর রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিমাগারের আলু এখন ‘গলার কাঁটা’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে -ফখরুল
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩৮ লাখ টাকার মেশিন তিন বছরেও চালু হয়নি, আইসিইউতে ঝুলছে তালা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা পর্যটন বাড়াতে বাংলাদেশীদের জন্য বিশেষ উদ্যোগ পাকিস্তানের
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে ট্রাভেল পাসেই ফিরতে হবে তারেক রহমানকে
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












