স্কুল বন্ধ, মাদ্রাসায় ঝুঁকছে আফগান মেয়েরা
এডমিন, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর সারা দেশে বিপুল সংখ্যক মাদ্রাসার সংখ্যা গড়ে উঠেছে এবং মাধ্যমিক স্কুল নিষিদ্ধ হওয়ার পর ক্রমবর্ধমান হারে মেয়েরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে। বোরকা পরিহিত শিক্ষার্থী ফারাহ বলে, স্কুল বন্ধে বেশ হতাশ হয়ে পড়ি। পরে আমার পরিবার আমাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এখন আমাদের জন্য কেবল মাদ্রাসার দরজায় খোলা আছে।
মেয়েরা এখন কোরআন ও আরবি ভাষা শিক্ষা করছে। কাবুল ও কান্দাহারের মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা গত একছবরে দ্বিগুণ হয়েছে।
তালেবান কর্তৃপক্ষ ইসলামের বিধান কঠোরভাবে মেনে চলার কথা বলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করেছে।