স্বর্ণের হিসাব নিকাশ করার নিয়ম এবং খাটি স্বর্ণ চিহ্নিত করার উপায়
এডমিন, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী

স্বর্ণ সম্পর্কে সবাই কম বেশি জানেন এবং অনেকে বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে স্বর্ণ ক্রয় করে থাকেন। কিন্তু স্বর্ণ বা সোনা পরিমাপের নিয়ম এবং ন্যায্য মূল্য সম্পর্কে যথেষ্ট ধারণা সবার নেই। স্বর্ণকার যত টাকা বলে সে অনুযায়ী ক্রেতা টাকা পেমেন্ট করে দেন বা সামান্য কিছু কম দিয়ে মনে করেন অনেক কম দামে স্বর্ণটা কিনে নিয়েছেন। আসলে বিষয়টি কিন্তু এ রকম নয়। কারণ স্বর্ণের দাম যত হয়েছে স্বর্ণকার তার থেকেও বেশি দাম বলেছে, যাতে ক্রেতা কম দিলেও তার লাভের পরিমান ঠিক থাকে। এ জন্য সমস্ত বিষয় সম্পর্কে ন্যূনতম ইলিম (জ্ঞান) অর্জন করা জরুরী। স্বর্ণের পরিমাপ জানলে বুঝলে বিক্রেতা মানুষের দুর্বলতার সুযোগ নিতে পারবে না। তার যেটা বাজার দর অনুযায়ী ন্যায্যমূল্য সেটাই সে পাবে। এবার স্বর্ণের খুটিনাটি জেনে নেয়া যাক-
সবার আগে জানতে হবে আপনি কত ক্যারেটের সোনা কিনবেন এবং কত ক্যারেট সোনার মধ্যে কতটুকু খাদ থাকে এবং কতটুকু পিউর সোনা থাকে। মনে রাখতে হবে অলঙ্কার বানাতে সোনার মধ্যে আবশ্যই খাদ থাকতে হবে। না হয় অলঙ্কার ভেঙ্গে যাবে। ১০০% পিউর স্বর্ণ দিয়ে অলঙ্কার বানানো যায় না। এবার জেনে নেয়া যাক কত ক্যারেটে কতটুকু সোনা থাকে-
২৪ ক্যারেট = ৯৯.৯৯% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
২২ ক্যারেট = ৯১.৬০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
২১ ক্যারেট = ৮৭.৫০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
১৮ ক্যারেট = ৭৫.০০% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
১৪ ক্যারেট = ৫৮.৫% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
১০ ক্যারেট = ৪১.৭% সোনা রয়েছে এবং বাকিটুকু খাদ।
এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত পরিমাপ। স্বর্ণের অলঙ্কার কেনার আগে অলঙ্কারের গায়ে খোদায় করা লেখাটি দেখে নিতে হবে এটি আসলেই কত ক্যারেটের। যদি লেখা থাকে ৯৯৯৯ তাহলে এটি ২৪ ক্যারেট, ৯১৬ লেখা থাকলে ২২ ক্যারেট, ৮৭৫ লেখা থাকলে ২১ ক্যারেট। এই লেখাটি খোদায় করে চেনের হুকে বা অলঙ্কারের পেছনে লেখা থাকবে।
সোনা সাধারণত দুই ভাবে পরিমাপ করা হয়। যথা: গ্রাম হিসাবে এবং আনা ও রতি হিসাবে।
* গ্রাম হিসাব পদ্ধতি:
গ্রাম দিয়ে হিসাব করলে ঠকানো সম্ভব নয়। তাই স্বর্ণকারকে গ্রাম দিয়ে হিসাব করতে বলতে হবে।
গ্রাম দিয়ে স্বর্ণের পরিমাপ বের করার সূত্র:
১১.৬৬৪ গ্রাম = এক ভরি। অর্থাৎ (স্বর্ণের ওজন স্ট ১১.৬৬৪ = ভরি)
যেমন অলঙ্কারটির ওজন ৮.৯৭৩ গ্রাম। তাহলে ভরিতে কনভার্ট করলে হবে
৮.৯৭৩ x ১১.৬৬৪ = ০.৭৬৯ ভরি।
যদি প্রতি ভরির দাম ৭০ হাজার টাকা করে হয় তাহলে দাম হবে
৭০,০০০ x ০.৭৬৯ = ৫৩,৮৩০ টাকা।
* আনা ও রতি হিসাব:
১৬ আনা = ১ ভরি
৯৬ রতি = ১ ভরি
৯৬০ পয়েন্ট = ১ ভরি
১ আনা = ৬ রতি
১ রতি = ১০ পয়েন্ট
সূত্র: (আনা স্ট ১৬) + (রতি স্ট ৯৬) + (পয়েন্ট স্ট ৯৬০)
মনে করুন আপনি ১০ আনা, ৬ রতি, ৭ পয়েন্ট স্বর্ণ ক্রয় করেছেন। তাহলে হিসাবটি হবে।
= (১০ x ১৬) + (৬ স্ট ৯৬) + ( ৭ x ৯৬০)
= ০.৬২৫ + ০.০৬২৫ + ০.০০৭২৯
= ০.৬৯৪৭৯ ভরি।
যদি প্রতি ভরির দাম ৭০ হাজার টাকা করে হয় তাহলে দাম হবে
৭০,০০০ x ০.৬৯৪৭৯ = টাকা।
= ৪৮,৬৩৫ টাকা।