স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি, উদ্বেগ বাড়ছেই
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের ছয় মাস পূর্ণ হলো। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতায় আসা ইউনূসের সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশার বাণী শোনালেও এই ছয় মাসে তা বাস্তবায়ন হয়নি। বরং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, হামলা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকা- অনেকাংশে বেড়ে গেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ কমেনি বরং বাড়ছেই। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সরকারকে আরও কঠোর হতে হবে।
পুলিশের এক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় ৭৯৬টি মামলা হয়েছে। আগের বছর ২০২৩ সালে একই সময়ে এই অপরাধে মামলা হয় ৪৯৪টি। একই সময়ে অপহরণের ঘটনায় ৩০২টি মামলা হয়। ২০২৩ সালের এ সময় এসব অভিযোগে মামলা হয় ১৬০টি। পুলিশ সদর দপ্তর বলছে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সাধ্যমতো কাজ করছে। কিন্তু কিছু সামাজিক অপরাধের কারণেই খুনের পরিসংখ্যান বাড়ছে।
এদিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ৭০০ জন বন্দি পলাতক। তারা খুন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অপরাধে জড়িত।
সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকায় ছিনতাই প্রবণতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ইদানীং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশ মাদকাসক্ত, অল্প বয়সী ছেলেরা। ১৫ থেকে ২২ বছরের ছেলেরা মাদকাসক্ত হয়ে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, অস্বীকার করছি না। তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে। আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি যতভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা ধরনের অপকর্মে জড়াচ্ছে। তাদের জামিন বাতিলের জন্য আবেদন করা হবে। কদিন আগেও দেখলাম ‘বেনজীরের ক্যাশিয়ার’ খ্যাত জসিম জামিন পেয়েছেন। সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত খবর বেরুচ্ছে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছে। তাদের নানা অপকর্মে জড়ানোর তথ্যও পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে। তাদের পেলেই আমরা ধরে ফেলবো। কাউকে ছাড় দেবো না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের জন্য আবেদন করবো। এছাড়া দাগি এসব অপরাধীর ব্যাপারে ইমিগ্রেশনে তথ্য দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অন্তর্র্বতী সরকারের ছয় মাস দায়িত্ব পালনের মধ্য দিয়ে যে মাত্রায় স্বাভাবিক হওয়ার কথা বা জনগণ প্রত্যাশা করে সেই মাত্রায় স্বাভাবিক এখনো হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ জুয়েল এখন বিধান মল্লিক!
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বল পুলিশ আমার বাপ’, এই বলেই পিটুনি ছাত্রদল নেতাকে
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় অস্ত্র-গুলি জব্দ
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমেছে অর্থছাড়, যাচাই-বাছাই হবে ভারতীয় ঋণের প্রকল্প
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন ধান না আসা পর্যন্ত স্বস্তির বার্তা নেই
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরাকান আর্মির কাছ থেকে ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এমপি’ বাবুর প্রশ্রয়ে অসংখ্য অপকর্মে লাক মিয়া
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমি মারা গেলে যেন বিএনপির পতাকায় মুড়িয়ে দাফন করা হয়’
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে সারজিস ‘সিট খালি ছিল’
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ
১৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)