হবিগঞ্জের সজিব মিয়া তালের ব্যবসায় লাল
, ২৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ রবি’ ১৩৯১ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের পল্লী গ্রাম সুলতানশী গ্রামে। ওই গ্রামের সজিব মিয়া নামে এক কৃষক ৩০ বছর যাবৎ তাল উৎপাদন ও তাল নিয়ে ব্যবসা করে করেছেন নিজের ভাগ্যের পরিবর্তন। বাড়ীতে করেছেন বিল্ডিং। হয়েছেন বাজারের দোকান ভিটের মালিক।
এ গরমে এক মাসে সজিব মিয়ার হাতে আসে ৩ থেকে ৪ লাখ টাকা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন তালমন, মালপোয়া, পাঠিসাপটাসহ তালের পিটার জন্য তালের অনেক কদর। আর এ তালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশি^ত করেন সজিব মিয়া। শুধু হবিগঞ্জ জেলা শহরই নয়। জেলার বিভিন্ন উপজেলা, এমনকি জেলার বাহিরের পাইকাররা আসে তার কাছে তাল ক্রয়ের জন্য।
সজিব মিয়া জানান, তার দাদা বাড়ীতে ৬টি তাল গাছ লাগান। ৩০ বছর আগে তিনি যখন বিয়ে করেন তখন এ গাছগুলোতে ফল আসতে থাকে। গাছে উঠে তার পেড়ে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে ভালো টাকা পাওয়া যায়। তখন থেকেই মাথায় চিন্তা আসে তালের ব্যবসা করার। খোঁজ নিয়ে জানতে পারেন জেলার পাহাড়ী এলাকা চুনারুঘাট উপজেলার গাজীপুর,আমরোডসহ বিভিন্ন এলাকায় অনেক তাল গাছ আছে। তিনি ভাদ্র মাস আসার আগেই ওই সকল এলাকা থেকে চুক্তিতে গাছ ক্রয় করেন। পরে তাল পেড়ে বাজারে বাজারে বিক্রি করেন। পাইকাররা তার বাড়ীতে এসে তাল নিয়ে যায়। আবার পাইকারী বাজারে প্রতিদিন বিক্রি করেন পাকা তাল।
সজিব মিয়া জানান, প্রতি বছর ১ থেকে ২শ তালগাছের ফল ক্রয় করেন। ফলন অনুযায়ী ২ থেকে ৩ হাজার টাকায় ক্রয় করেন একেকটি গাছের ফল। পরে ৫/৬ হাজার টাকার তার বিক্রি হয় একেকটি গাছ থেকে। কোন গাছে দুই থেকে তিনশ তাল পাওয়া যায়। তালের সাইজ অনুযায়ী ২০ থেকে ৯০টাকা পিস বিক্রি হয়। আবার পাইকাররা ৩০ থেকে ১২০টাকা পিস বিক্রি করেন এ তাল। হবিগঞ্জ শহরের চাষী বাজারে ভাদ্র মাস শুরুর আগে থেকেই ১দিন পর পর তিনি দুই থেকে ৩শ তাল নিয়ে আসেন বিক্রি করার জন্য। পাইকাররা এখান থেকে তাল কিনে নিয়ে যান। শহরের অন্যান্য বাজারেও তিনি তাল বিক্রি করেন। জেলার বানিয়াচং,আজমিরীগঞ্জ,লাখাই,নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা তার বাড়ী থেকে এসেও তাল কিনে নিয়ে যান। ৪০ দিনের মাঝেই শেষ হয় তালের ব্যবসা। এ সময়ে মুনাফা আসে ৩ থেকে ৪ লাখ টাকা। কোন বছরই লোকসান হয় না। তবে মাঝে মাঝে কিছু তাল পচে যায়। সেই পচে যাওয়া তালের বীজ বিক্রি করেও পাওয়া যায় অনেক টাকা। পচা তাল ও বিক্রিত তালের বীজ তিনি সরকারী বিভিন্ন অফিস ও সংস্থায় বিক্রি করেন ১০টাকা পিস হিসেবে। প্রতি বছর ৩ থেকে ৪ হাজার বীজ বিক্রি করে আরও ৪০/৫০ হাজার টাকা আয় হয়।
সজিব মিয়া জানান, শুরুতে তিনি নিজেই গাছে উঠলেও এখন শ্রমিক দিয়ে তাল পাড়ান।তাল পাড়তে একজন শ্রমিককে গাছ প্রতি ২শ টাকা দিতে হয়। এ মজুরী এবং গাড়ীর ভাড়া ছাড়া আর তেমন কোন খরচ নেই। তাল দিয়ে ব্যবসা শুরু হলেও এখন তিনি তেতুল, বেল, আম, কাঠাল, জাম্বুরা, টক বড়ইও বিক্রি করেন। তালের মত করেই কিনে নেন এসকল ফলের গাছ। পরে পাইকারী বাজারে বিক্রি করেন। সবাই তাকে এক নামে চিনে। মোবাইলে যোগাযোগ করেনই সবাই ফল কিনে তার কাছ থেকে। দেশী ফল বিক্রি করে তিনি লাভবান। পরিবারের সদস্যরাও ফরমালিনমুক্ত টাটকা ফল খেতে পারায় সবাই সু-স্বাস্থ্যের অধিকারী। নিজের বাড়ীর ৬টি তাল গাছ থেকে ৩০ হাজার টাকা এবং ২টি জাম্বুরা গাছ থেকে আসে ১০/১৫ হাজার টাকা। বাড়ীর অন্যান্য ফল থেকেও ভালই আয় হয় তার।
তাল গাছ নিয়ে অনেক উচ্ছাশা সজিব মিয়ার। একবার লাগানোর পর কোন যতœ ছাড়াই বছরের পর বছর ফলন পাওয়া যায়। বজ্রপাত প্রতিরোধে এ গাছের ভূমিকা আছে। গাছের পাতা থেকে হাত পাকা ও চাটাই তৈরি করা যায়। পাকা তাল ছাড়াও কাচা তালের শ^াস খুবই জনপ্রিয়। তাল গাছের রস থেকে গুড়ও সংগ্রহ করা যায়। তবে শ^াসের জন্য কাচা তাল বিক্রিতে আয় কম বলে জানান সজিব মিয়া। যেখানে একটি পাকা তাল বিক্রি হয় গড়ে ৫০টাকা, সেখাকে কাচা তালের দাম হয় গড়ে ২/২৫টাকা। তাই কাচা তাল বিক্রি না করে ভাদ্র মাসে পাকা তাল বিক্রি করলেই লাভ বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হাত ঘুরেই ১০০
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিলামে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাহারছড়ার মারিশবনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্দরবন থেকে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ২২ কর্মকর্তাকে একযোগে বদলি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাইব্যুনালে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফোন রেজিস্ট্রেশন নিয়ে নতুন আইন নয়, গুজব হচ্ছে -আসিফ নজরুল
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












