হিজবুল্লাহর কারণে গাজায় ঢুকতে ভয় পাচ্ছে ইসরাইল
-যেকোনো মুহূর্তে আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট: ইরান
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
-হামাসের অভিযান ইহুদিবাদী শাসন পতনের প্রথম ধাপ: আইআরজিসি প্রধান
-স্থল অভিযান নিয়ে ইসরায়েলি হুমকিতে ভীত নই: হামাস
-ফিলিস্তিনিদের ভয়ে ঘর-বাড়ি ছেড়েছে ৫ লাখ ইসরাইলি
আল ইহসান ডেস্ক:
ইসরাইলের অভ্যন্তরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর থেকেই বলা হচ্ছে, যেকোনো সময় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রবেশ করবে। তারা তিন লাখের বেশি সৈন্য, অত্যাধুনিক ট্যাংক এবং অন্যান্য অস্ত্র গাজা সীমান্তে সমবেত করেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানিসহ পাশ্চাত্যের দেশগুলোও অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, নানাভাবে সহায়তা করছে। কিন্তু বেশ কয়েক দিন হয়ে গেলেও ওই হামলা শুরু হয়নি। কেন তা হয়নি, তা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে।
ইসরাইলের ওয়াইনেটের উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি পোর্টাল জানিয়েছে, স্থল হামলা শুরু বিলম্ব হওয়ার অন্যতম কারণ হলো লেবাননের হিজবুল্লহ মুভমেন্টের সম্ভাব্য প্রতিক্রিয়া। ইসরাইলের নিরাপত্তা বাহিনী মনে করে যে 'গাজায় ইসরাইলি অভিযান জোরদার হওয়া মাত্র হিজবুল্লাহও তাদের মাত্রা বাড়িয়ে দেবে।'
ইসরাইলের মাথাব্যথার আরেকটি কারণ হলো হিজবুল্লাহর মদতদাতা ইরানের ভূমিকা কী হতে পারে তা নিয়ে চিন্তা। ইরান এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি কোন দিতে যাবে, তা নিয়ে তারা ভাবছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গাজায় যদি ইসরাইল তার আগ্রাসন বন্ধ না করে, তবে তারা হস্তক্ষেপ করবে।
তিনি জানিয়েছেন, জায়নবাদী আগ্রাসন বন্ধ না হলে এই অঞ্চলের সকল পক্ষের হাত ট্রিগারে যাবে।
ইতোমধ্যেই লেবানন সীমান্তে ইসরাইল উত্তাপ অনুভব করছে। ইসরাইলিদের সাথে হিজবুল্লাহ গোলাবিনিময় শুরু করে দিয়েছে।
এদিকে ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিলেও ইসরাইলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বাইডেন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।
ফিলিস্তিনিদের ভয়ে ঘর-বাড়ি ছেড়েছে ৫ লাখ ইসরাইলি
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরাইল হামলার পর এ পর্যন্ত পাঁচ লাখ ইসরাইলি বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কর্নিকাস এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
জোনাথন বলেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার আশেপাশের সব সম্প্রদায়কে সরিয়ে নেয়া হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে পাঁচ লাখ ইসরাইলি।
এর আগে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলার ভয়ে লেবানন সীমান্ত থেকে ২০টি সম্প্রদায়কে সরিয়ে নেয়া হয়েছে। একইসাথে হামাসের অন্য মিত্রদের আশঙ্কায়ও নানা সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে ইসরাইলিদের। এতে বাস্তুচ্যুত নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
স্থল অভিযান নিয়ে ইসরায়েলি হুমকিতে ভীত নই: হামাস
হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবাইদেহ বলেছেন, ‘অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের হুমকিতে আমরা ভীত নই। আমরা এর জন্য প্রস্তুত আছি।’
স্থানীয় সময় সোমবার ফিলিস্তিনি একটি টেলিভিশনে আবু ওবাইদেহ এর বক্তব্য প্রচারিত হয়। এতে এই হামাস নেতা বলেন, ‘৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে ব্যাপক আক্রমণের পর থেকে ইজজেদিন আল-কাসাম ব্রিগেড ২০০ জনকে বন্দি করে রেখেছে।
আরো প্রায় ৫০ জনকে অন্যান্য প্রতিরোধ দল বিভিন্ন জায়গায় বন্দি করে রেখেছে। আমাদের জনগণের বিরুদ্ধে স্থল আক্রমণ চালানোর যে হুমকি দখলদারেরা (ইসরায়েল) দিয়েছে, তাতে আমরা ভীত নই। আমরা এর জন্য প্রস্তুত আছি।’
হামাসের অভিযান ইহুদিবাদী শাসন পতনের প্রথম ধাপ: আইআরজিসি প্রধান
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন আল-আকসা ইসরায়েলের ইহুদিবাদী শাসনের পতনের প্রথম পর্যায় হিসেবে উল্লেখ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার। সোমবার তিনি এ মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।
আইআরজিসি কমান্ডার ও মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ‘আজ ইহুদিবাদী শাসন শুধু পরাজিত হয়েছে তাই নয় বরং অপমানিতও হয়েছে। হামাস অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে একাই তাঁদের অহমিকাকে ধূলিস্মাৎ করেছে।’
জেনারেল সালামি আরও বলেন, অপারেশন আল-আকসা অভিযান মিথ্যার ওপর দাঁড়ানো ইহুদিবাদী শাসনের দ্রুত পতনের প্রথম ধাপ। ইহুদিবাদী শাসনের মিথ্যার প্রাসাদ এখন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ ছাড়া তাদের আর কিছুই বাকি নেই।
যেকোনো মুহূর্তে আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট: ইরান
ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরাইলি পাশবিকতা অব্যাহত থাকলে এবং কোনো রাজনৈতিক সমাধান সম্ভব না হলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে আগাম হামলা হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে তেহরানে ফিরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, “আঞ্চলিক সফরে আমি এসব দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান। কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর ওপর যদি ইসরাইলি পাশবিকতা অব্যাহত থাকে তাহলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যাওয়া সম্ভব।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “লেবাননের হিজবুল্লাহসহ সবগুলো প্রতিরোধ গ্রুপ তাদের সূক্ষ্ম বিবেচনায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরোধ নেতারা ইহুদিবাদী ইসরাইলকে যা খুশি তাই করার অনুমতি দেবেন না। তারা যেকোনো সময় আগাম হামলা চালিয়ে বসতে পারেন।”
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, “আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহ তাকে বলেছেন, “আজ যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাকে বৈরুতে ইসরাইলি সেনাদের মোকাবিলা করতে হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মধ্যপ্রাচ্যের চার দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপে একথা জানিয়েছেন যে, জাতিসংঘ যদি ইসরাইলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। তিনি বলেন, একটি বিস্তৃত যুদ্ধ জেরুজালেম দখলদার ইসরাইলের ভৌগলিক মানচিত্রকে বদলে দেবে।
সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকা নিজে যখন ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা করছে তখন সে অন্য পক্ষগুলো সংযম প্রদর্শন করার আহ্বান জানাতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না -বিজিবি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিবি কার্যালয়ে সাংবাদিক ডেকে মামলা দায়েরের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












