১০ মাসে ৯৫ বন্দির মৃত্যু, যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কারা অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে ৯৫ জন বন্দি মারা গেছেন। এর মধ্যে ২২ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কারা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে ৭৪টি কারাগারে বন্দিদের চিকিৎসার জন্য চিকিৎসক ও চিকিৎসা-সুবিধা আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ১৭২ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে চিকিৎসক ও নার্সরা বন্দিদের চিকিৎসা ও সেবার কাজ করেন। সেখানে ছোটখাটো অস্ত্রোপচার, ইসিজি, এক্স-রে, রক্ত পরীক্ষা এবং সরকারি বরাদ্দের ওষুধ সরবরাহের ব্যবস্থা আছে। গুরুতর অসুস্থ বন্দিদের কারা চিকিৎসকরা লিখিতভাবে সরকারি হাসপাতালে নেওয়ার সুপারিশ করেন, এরপর কারা কর্তৃপক্ষ নিয়ম মেনে অ্যাম্বুলেন্সযোগে তাদের হাসপাতালে পাঠায়।
সূত্রটি আরও জানায়, কারাগারে থাকা বিচারাধীন আসামিদের বলা হয় হাজতি, আর যাদের সাজা কার্যকর হয়েছে তারা কয়েদি। তবে সবাই কারাবন্দি এবং তারা আদালতের আমানত। আদালত তাদের যেভাবে কারাগারে পাঠায়, তেমনি সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার অধিকার রাখে। ফলে কোনো বন্দি অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের অবহেলার সুযোগ নেই।
যদি কোনো বন্দি গুরুতর অসুস্থ হন এবং তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তবে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না করতে পারলে হাসপাতালের নথিপত্র আদালতে জমা দিতে হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সাবেক এক কারা চিকিৎসক বলেন, কোনো বন্দি কারাগারে মারা গেলে চিকিৎসকরা ‘ডেড’ ঘোষণা করবে, ঘোষণা না করার কিছু নেই। এমন কোনো নির্দেশনা নেই যে, মৃত বন্দিকে জীবিত দেখিয়ে হাসপাতালে পাঠিয়ে সেখানে ‘ডেড’ ঘোষণা করাতে হবে।
তিনি বলেন, কোনো বন্দি মারা গেলে নিয়ম অনুযায়ী পুলিশ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেÍযেমন সুরতহাল, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো ইত্যাদি। কারাগারে বন্দি মারা গেলে সেখানেই চিকিৎসকরা ‘ডেড’ ঘোষণা করবে, এরপর আইনি প্রক্রিয়া শুরু হয়। এখানে কোনো লুকোচুরির বিষয় নেই।
কেরানীগঞ্জ কারাগারে ১১ মাস কর্মরত ছিলেন এই চিকিৎসক। বর্তমানে ঢাকার বাইরে এক জেলার কারা হাসপাতালে কর্মরত আছেন। তিনি বলেন, চিকিৎসকরা শপথ নিয়ে এই পেশায় আসেন। আমাদের লক্ষ্য রোগীকে বাঁচানো। যারা গুরুতর অসুস্থ, তাদের সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে অনেক সময় রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু ঘটে। জীবন-মৃত্যু কারো হাতে নেই, তাই স্বজনদের অভিযোগ সব সময় সঠিক নয়।
তিনি আরও বলেন, কারাবন্দিদের বাইরে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়ায় কিছু নিয়ম-কানুন থাকায় কিছুটা সময় লাগে, তবে তখনও কারা চিকিৎসকরা রোগীর পাশে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, কারাগার থেকে প্রায়ই বন্দি রোগীদের চিকিৎসার জন্য আনা হয়। যাদের ভর্তি দরকার, তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে মাঝে মাঝে একদম নড়াচড়া-বিহীন অবস্থায় বন্দিদের আনা হয়, পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। তখন ব্রট ডেড ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, এই বন্দিদের হাসপাতালে আনার কত ঘণ্টা আগে মৃত্যু হয়েছে, তা ফরেনসিক চিকিৎসকরাই বলতে পারবেন।
আরেক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, কেরানীগঞ্জ কারাগারে কারা হাসপাতাল আছে। কারাগারের ভেতরে কোনো বন্দি মারা গেলে সেখানে কর্মরত চিকিৎসকরাই তাকে মৃত ঘোষণা করার কথা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী গুপ্তচর গ্যাং নেতাসহ নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম -ফখরুল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া যাবে না -স্টুডেন্টস ফর সভরেন্টি
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৫ বছরের মধ্যে সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর পরিচালনা প্রশ্নে হাইকোর্টের ‘দ্বিধাবিভক্ত’ রায়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘রাজাকার-আল বদরদের জন্য আ.লীগই ঠিক ছিল’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় -চিফ প্রসিকিউটর
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












