‘এক সপ্তাহ ধইরা কামকাজ নাই, ধারকর্জ কইরা চলতাছি’
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ডান পাশে বসে বসে ঝিমুচ্ছিলেন পঞ্চাশোর্ধ্ব আবদুল বাতেন। কাছে যেতেই তার ঝিমুনি ভাঙে। কিছুক্ষণ আলাপের পর তিনি কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ ঘিরে চলমান পরিস্থিতিতে নিজের দুর্দশার কথা জানান। বলেন, ‘এক সপ্তাহ ধইরা কামকাজ নাই। বেকার আছি। ঘরে খাওন নাই। ধারকর্জ কইরা চলতাছি।’
কেবল আবদুল বাতেন নন, তার মতো সিলেটের সব স্বল্প আয়ের মানুষ চলমান পরিস্থিতিতে পড়েছেন বিপাকে। গত বৃহস্পতি ও জুমুয়াবার কোটা আন্দোলনকারীদের দেওয়া কর্মসূচি কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ), এরপর জুমুয়াবার দিবাগত রাত ১২টা থেকে চলছে কারফিউ। সাত দিন ধরে আয়রোজগার বন্ধ থাকায় দিনমজুর, হকার, ফলদোকানি, মুচি, ফেরিওয়ালা, রিকশাচালকসহ নানা পেশার মানুষ ছেলেমেয়ে নিয়ে আহাজারি করছেন।
মদিনা মার্কেটের শ্রমের হাটে অবস্থান করে কথা হয় ছয়জন দিনমজুরের সঙ্গে। তারা সবাই জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় প্রায় সবাই অবরুদ্ধ ছিলেন। দুই দিন ধরে সবকিছু ফের স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দিনমজুরদের এখনো কেউ কাজে সেভাবে নিচ্ছেন না। এতে তারা বিপাকে পড়েছেন। আর্থিক সংকটে পড়ে অনেকে ধারকর্জ করে কোনো রকমে জীবন যাপন করছেন।
রাজমিস্ত্রি মকবুল মিয়ার (৪৬) বাসা হাওলাদারপাড়া এলাকায়। তিনি বলেন, কারফিউর কারণে কয়েক দিন ধরে নির্মাণকাজ বন্ধ। এতে তিনি বেকার হয়ে পড়েছেন। জমানো টাকা ফুরিয়ে যাওয়ায় গত সোমবার ২৫ হাজার টাকা ধার করেছেন। কবে কাজ শুরু করতে পারবেন, তা-ও নিশ্চিত করে বলতে পারছেন না। আবার কাজ শুরু হলেও ধারের টাকা শোধ করবেন কীভাবে, সে দুশ্চিন্তা ভর করেছে।
বেলা দুইটা পর্যন্ত নগরের বিভিন্ন শ্রেণি–পেশার আরও ১৮ জন মানুষের সঙ্গে কথা হয়। তাদের সবাই নিম্ন আয়ের মানুষ। সবারই অভিন্ন ভাষ্য, দেশের চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালক, হকার, মুচি, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি বিপাকে আছেন। জীবনযাত্রা ও ব্যবসা-ব াণিজ্য স্থবির হয়ে পড়ার প্রভাব তাদের মধ্যেই বেশি পড়েছে। টাকার অভাবে অনেকে খেয়ে-না খেয়ে কোনো রকমে আছেন।
বেলা দেড়টার দিকে জেলরোড এলাকায় কথা হয় রিকশাচালক মাসুক মিয়ার (৩৫) সঙ্গে। তার গ্যারেজ বালুচর এলাকায়। মাসুক বলেন, প্রতিদিন রিকশা চালিয়ে তার দৈনিক আয় নয় শ থেকে এক হাজার টাকা। রিকশামালিকের ভাড়া, খাওয়াসহ সব খরচ বাদে তার ৩০০ থেকে ৩৫০ টাকা থাকত। কিন্তু গত এক সপ্তাহে তার আয়ে ভাটা পড়েছে। কারফিউর ফাঁকে ফাঁকে রিকশা নিয়ে বের হলেও তিনি এ দিনগুলোতে ২০০ থেকে ২৫০ টাকার বেশি আয় করতে পারেননি। কারণ, ওই সময় মানুষ খুব একটা বের হয়নি। এখন মানুষের চলাচল কিছুটা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই সীমিত উপার্জনে তিনি কষ্টে আছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আগে যারা টাকা পাচার করতো, তারা এখন নিজেরাই পাচার হয়েছে’
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাতে ৯ ভারতীয়কে পুশইন বিএসএফের, ভোরে পুশব্যাক
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘন কুয়াশার আভাস, তীব্র শীতে উত্তরে জনজীবনে দুর্ভোগ
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ষাঁড় চুরি করছিলো স্ত্রী, বাধা দেয়ায় স্বামীকে হত্যা!
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সংবর্ধনা অনুষ্ঠানে কেবল তারেক রহমানই বক্তব্য দিবেন’
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিপির রেদোয়ান আহমেদ যোগ দিলেন বিএনপিতে
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












