‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়ায় বদলে গেছে রাজনীতি
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
‘জুলাই জাতীয় সনদ’-এর চূড়ান্ত প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে সনদের একাধিক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘নোট অব ডিসেন্ট’ দিলেও কমিশনের বাস্তবায়নের সুপারিশে তা অন্তর্ভুক্ত করা হয়নি। সনদের চূড়ান্ত সংস্করণে তা অন্তর্ভুক্ত না হওয়ায় একে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে দেখছে বিএনপি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিলে তারা সনদে স্বাক্ষর করবে।
কমিশনের জমা দেয়া সুপারিশকেও ইতিবাচকভাবে দেখছে জামাত ও এনসিপি। ফলে এই দুই বিপরীতমুখী অবস্থানই জুলাই সনদকে ঘিরে ঐকমত্যের বদলে অনৈক্যের ইঙ্গিত দিচ্ছে। এই বিতর্ক কেবল সনদের ভবিষ্যৎকেই প্রভাবিত করছে না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‘নোট অব ডিসেন্ট’ মূলত কোনো প্রস্তাব বা সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে দ্বিমত পোষণকারী সদস্য বা দলের লিখিত আপত্তি। কোনো কমিটি, কমিশন, বা বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের প্রক্রিয়ায় ‘নোট অব ডিসেন্ট’কে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করা হয়। এর মাধ্যমে সংখ্যালঘু মতামতকে স্বীকৃতি দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য ভিন্ন দৃষ্টিকোণ নথিভুক্ত থাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ঐকমত্যের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন একাধিক রাজনৈতিক দল একটি সাধারণ এজেন্ডা বা সনদের উপর কাজ করে, তখন প্রতিটি বিষয়ে সবার পূর্ণ ঐকমত্য নাও থাকতে পারে। সেক্ষেত্রে, দ্বিমত পোষণকারী দলগুলো তাদের নির্দিষ্ট আপত্তিগুলো ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে লিপিবদ্ধ করে। এর ফলে, যদিও তারা সনদের মূল চেতনার সঙ্গে একমত, তবুও তারা তাদের নিজস্ব নির্বাচনী প্রতিশ্রুতি বা আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারে।
তবে, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ বাদ পড়ায় বিতর্ক তুঙ্গে উঠেছে। ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দেওয়া হয়, যেখানে বলা হয়েছে যে সনদ তিন ধাপে আইনি ভিত্তি পাবে: অন্তর্র্বতী সরকারের আদেশ, গণভোট এবং নির্বাচিত সংসদের বাস্তবায়ন। কিন্তু এই সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো উল্লেখ নেই।
প্রধান উপদেষ্টার কাছে বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. রীয়াজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টের বিষয়গুলো গণভোটে উল্লেখ থাকবে না এবং সাংবিধানিক সংশ্লিষ্ট বিষয়গুলোকে একসঙ্গে বাস্তবায়নে গণভোট হবে। এই সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। এ ছাড়া আইনজ্ঞ, সংবিধানবিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের কেউ কেউ এটা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন।
‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। ২৯ অক্টোবর প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা এখন এমন কিছু প্রস্তাব দিয়েছে, যা জাতিকে বিভক্ত করবে, অনৈক্যও সৃষ্টি করবে। এর ভিত্তিতে কোনো ঐকমত্য হবে না।
জুলাই জাতীয় সনদ ঘিরে ‘নোট অব ডিসেন্ট’-এর বিতর্ক এখন শুধু একটি রাজনৈতিক মতপার্থক্যের ইস্যু নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির অন্তর্নিহিত অন্তর্ভুক্তিমূলক চরিত্রের পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, একটি ঐকমত্যভিত্তিক দলিল তখনই সত্যিকারের জাতীয় সনদে রূপ নেয়, যখন সেখানে সব মত, এমনকি ভিন্নমতও স্বীকৃত হয়। ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করলে, সেটি আপাতভাবে ঐক্যের আবরণে অনৈক্যের বীজ রোপণ করবে বলে মনে করছেন তারা। এতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক আস্থার সংকট আরও গভীর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় শুরু হয়েছে ‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলী গুপ্তচর গ্যাং নেতাসহ নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম -ফখরুল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া যাবে না -স্টুডেন্টস ফর সভরেন্টি
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












