বঙ্গবাজারে উচ্ছেদ অভিযান:
‘পথের ফকির হয়ে গেছি, পকেটে মাত্র ২৪০ টাকা আছে’
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
‘ভাই পথের ফকির হয়ে গেছি। পকেটে মাত্র ২৪০ টাকা আছে। চাঁদ রাতে বিক্রির পর দোকানে সব মালামাল রেখে গিয়েছিলাম। আমার চারটা দোকান ছিল। আর আজ এসে দেখি কিছুই নাই। সবাইকে জানিয়ে দোকান উচ্ছেদ করা উচিত ছিল। আমার মতো শত শত মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছে। তারা এসে দেখবে তাদের দোকান ও মালামাল কিছুই নাই। এখন পরিবার-পরিজন নিয়ে আমাদের কী গতি হবে সেটা আল্লাহ জানেন।’
কথাগুলো বলছিলেন বঙ্গবাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন। অস্থায়ী মার্কেটের জায়গায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জানিয়ে দোকান উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন।
অবশ্য এমন অভিযোগ তার একার নয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০ জনের মতো ব্যবসায়ী উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বঙ্গবাজারের অস্থায়ী মার্কেটের সব জিনিসপত্র এরই মধ্যে অপসারণ করা হয়েছে। কেবলমাত্র পুরো মাঠজুড়ে বাঁশের কাঠামো রয়েছে। উচ্ছেদের দায়িত্ব পালন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। ভেকুর সাহায্যে সামনের দিক থেকে বাঁশের ও কাঠ দিয়ে তৈরি করা অস্থায়ী দোকান ভেঙে এক পাশে সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেসব বাঁশ ও কাঠ স্থানীয় ভাসমান মানুষজন যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। রিকশা, ভ্যানগাড়ি এমনকি সিএনজির উপরে তুলেও বাঁশ নিয়ে যেতে দেখা যায়।
ভেকু চালক রাজন মিয়া বলেন, ব্যবসায়ীদের তাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। আর উচ্ছেদের বিষয়টি হুট করে হয়নি। আগে থেকেই জানানো হয়েছিল। ১৫ এপ্রিল পর্যন্ত সরে যাওয়ার আল্টিমেটাম ছিল। নিয়ম মেনেই গতকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুনর্বাসনে সরকারের সহায়তা চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা:
বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পুনর্বাসন সহায়তা প্রত্যাশা করছেন বঙ্গবাজারের খুচরা ব্যবসায়ীরা।
জাহিদুল ইসলাম রানা নামে এক ব্যবসায়ী বলেন, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা না করেই এমন সিদ্ধান্ত নেওয়াটা অযৌক্তিক। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিবার পরিজন নিয়ে কীভাবে জীবন ধারণ করব? মালিক সমিতি আমাদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি। আপনারাই বলেন, যদি আমরা জানতাম যে এই সময়ে উচ্ছেদ করা হবে তাহলে কি নিজেদের জিনিসপত্র দোকানে রেখে চলে যেতাম? তাছাড়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এখনো ক্ষতিগ্রস্ত হলাম আমরা। অথচ আমাদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি। এখন আবার আমাদের না জানিয়ে উচ্ছেদ করা হয়েছে। সবদিক দিয়েই আমাদের অনেক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকা-ে ভস্মীভূত হয় রাজধানীর সবচেয়ে পুরনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পরে এই মার্কেটের আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পরিকল্পনা অন্যুায়ী ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’ ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ১০ তলাবিশিষ্ট এ ভবনে গ্রাউন্ড ফ্লোরে মোট ৩৮৪টি, প্রথম তলায় ৩৬৬টি, দ্বিতীয় তলায় ৩৯৭টি, তৃতীয় তলায় ৩৮৭টি, চতুর্থ তলায় ৪০৪টি, পঞ্চম তলায় ৩৮৭টি, ষষ্ঠ তলায় ৪০৪টি ও সপ্তম তলায় ৩১৩টি দোকান থাকবে। এছাড়া, অষ্টম তলায় দোকান মালিক সমিতির অফিস, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের আবাসনের ব্যবস্থা রাখা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে -তারেক রহমান
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয় -চিফ প্রসিকিউটর
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে শর্ত পূরণ না হলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, স্বস্তিতে আবেদনকারীরা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












