ভয়াবহ অবস্থায় বন্যার্তরা:
‘হু হু করে ঘরে ঢুকেছে পানি, কয়েকটা কাপড় নিয়ে বেরিয়ে আসি’
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আবু ইউসুফের বয়স ৬০ ছুঁই ছুঁই। গত বুধবার রাতে প্রবল গ্রোতে পানি এসে আছড়ে পড়ে তার বসতভিটায়। এরপর পানির উচ্চতা শুধুই বেড়েছে। ফেনীর আঞ্চলিক ভাষায় আবু ইউসুফ বলেন, ‘হু হু করে ঘরে ঢুকেছে বন্যার পানি। দ্রুতই বেড়েছে সেই পানি। কয়েকটা কাপড় নিয়ে বেরিয়ে আসি।’
আবু ইউসুফের বাড়ি ফেনীর ভাঙা তাকিয়া বাজার এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে তার বসবাস। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বেলা তিনটার দিকে যখন তার সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি স্ত্রী ও ছেলেদের খোঁজে মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। হাতে একটি পানির বোতল ও কিছু কাপড় নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
আবু ইউসুফ জানান, তার চার ছেলে। ছেলেরা স্ত্রীকে পানির ভেতর থেকে কোনোরকমে উদ্ধার করে সড়কে এসেছিলেন। এরপর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ছেলেদের মুঠোফোনে যোগাযোগ করতে পারেননি। তবে ধারণা করছেন, অদূরের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে গেছেন। তিনিও সেখানে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছেন।
বন্যায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, জানতে চাইলে আবু ইউসুফ ফুঁপিয়ে কেঁদে ওঠেন। বলেন, তার কৃষিজমি ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ, তিনটি গরু ও ৫০-৬০টি মুরগি, ধানের গোলা।
ফেনী জেলার ছয় উপজেলার প্রায় সব ইউনিয়ন এখন বন্যার পানিতে ডুবে আছে। যেদিকে চোখ যাচ্ছে, শুধু পানি আর পানি। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ; পানিতে ডুবে আছে। এ কারণে দুর্ভোগে পড়েছে আবু ইউসুফের মতো লাখো মানুষ। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয়কেন্দ্র, স্থানীয় মসজিদ ও মন্দিরে। বিভিন্ন স্কুলের ছোট ছোট কামড়ায় জবুথবু হয়ে রয়েছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ, শিশু ও তরুণ।
গত চার দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তিন উপজেলার ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পাশাপাশি দুর্গত এলাকায় গতকাল রাত থেকেই বিদ্যুৎ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
জগলুল ইসলাম মানুষের জমিতে খেটে যা পান, তা-ই দিয়ে সংসার চলে। বন্যায় তার ঘুণে ধরা বেড়ার ঘরটি ভেঙে পড়েছে। শৌচাগার, রান্নাঘরও তলিয়ে গেছে। পরিবারের সবাই আশ্রয় নিয়েছেন মিরসরাইয়ের এক আত্মীয়ের বাড়িতে।
মাথার ওপর চাল ও আলুর বস্তা নিয়ে বুকপানিতে হেঁটে আসছিলেন তিনি। তখন ঘড়ির কাঁটা বিকেল চারটার ঘরে। জগলুলের বাড়ি ফেনী সদরের কালীদহ ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসা এলাকায়। বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘এত বড় বন্যা হবে, তা কখনো ভাবিনি। পূর্বপ্রস্তুতি ছিল না। আমার একটি গরু পানিতে ডুবে মারা গেছে।’
জগলুল ইসলামের বয়স পঞ্চাশের কাছাকাছি। ইতিহাস টেনে তিনি বলেন, ১৯৮৮ সালের দিকে ফেনীতে আরেকবার বন্যা হয়েছিল। কিন্তু তার বাড়ি ডোবেনি। এবারের মতো পানি তিনি আর দেখেননি।
ফেনী সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে। সরেজমিনে দেখা যায়, কোথাও বুকপানি, কোথাও গলা অবধি। দক্ষিণ মাইজবাড়িয়া, হাফেজিয়া মাদ্রাসা, ভাঙা তাকিয়াসহ একাধিক গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত যদি বাংলাদেশে খারাপ নজর দেয়, পাকিস্তানের মিসাইল এর জবাব দেবে
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি চাকরিজীবী -হাইকোর্ট
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ৬ মাস বাড়ল
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে বন্ধ ওএমএস কার্যক্রম, বিপাকে হতদরিদ্র মানুষ
২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লির পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসির সম্মেলনে পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাইলেন এসপিরা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে -ফখরুল
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির মনোনয়ন পেলো উগ্র হিন্দুত্ববাদী সাবেক দুই আ. লীগ নেতা!
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরন করে নিয়ে গেলো আরাকান আর্মি
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












