
বর্তমানে অন্যায়-অবিচারে ভরপুর। সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, দুর্নীতি, হত্যা, রাহাজানি, চুরি, ছিনতাই, অবৈধ আকাঙ্খায় সয়লাব। রাষ্ট্রীয় পদ্ধতিতে এই সমস্ত অন্যায় অবিচার হ্রাসে অনেক আইন-কানুন করা হয়েছে, অনেক নীতি নৈতিকতারও শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু কিছুতেই যেন অন্যায়-অপরাধের হ্রাস হচ্ছে না, বরং বেড়েই চলেছে।
মূলতঃ এ সমস্ত অপরাধ যেখান থেকে উৎপত্তি সেখানে যদি শুদ্ধতা না আনা হয়, তবে হাজারো চেষ্টা করেও এ অপরাধ হ্রাস করার কোন উপায় নেই। হাদীছ শরীফে আছে, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, যখন তা পরিশুদ্ধ হয়, তখন পুরো দেহ পরিশুদ্ধ হয়। সেই গোশত টুকরাটা
বাকি অংশ পড়ুন...