
একজন পীরবোন জানান, উনার বিয়ের প্রায় ছয় বছর হয়ে যায় তবুও তিনি মা হতে পারছিলেন না। এ অবস্থায় তিনি ডাক্তার দেখান। ডাক্তার উনাকে বলে, “আপনার এমন সমস্যা রয়েছে যার কারণে আপনাকে অপারেশন করাতে হবে। ” ডাক্তার আরো বলে, “অপারেশন করার পর আপনি মা হতেও পারেন আবার নাও হতে পারেন। ” অর্থাৎ অপারেশন করার পর যে সন্তান হবে এ ব্যাপারে তারা নিশ্চিত কোন গ্যারান্টি দিতে পারেনি। তখন উক্ত পীরবোন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট এসে কান্নাকাটি করে বিষয়টি জানান এবং দোয়া মুবারক চান। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস
বাকি অংশ পড়ুন...