
আল্লামা ইবনে সা'দ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত জয়নব বিনতে আহমাসিয়া রহমতুল্লাহি আলাইহা উনাকে মহিলা তাবেয়ী উনাদের মধ্যে গণ্য করেছেন। আল্লামা ইবনে সা'দ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত জয়নব বিনতে মুহাজির আহমাসিয়া রহমতুল্লাহি আলাইহা হতে এই রেওয়ায়েত নকল করেছেন যে, তিনি বলেন, “একবার আমি (হযরত জয়নব বিনতে মুহাজির আহমাসিয়া রহমতুল্লাহি আলাইহা) হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার শাসনামলে এক মহিলার সঙ্গে হজ্বের উদ্দেশে মক্কা শরীফ গমন করলাম। সেখানে এক তাঁবু স্থাপনের পর এতে অবস্থান করে আমি এরূপ প্রতিজ্ঞা করলাম যে, আমি কারো সঙ্গে কোন
বাকি অংশ পড়ুন...