
আমি ক্রীতদাস। ত্রীতদাসের যেমন নিজের ইচ্ছা বলে কিছু নাই, অধিকাংশ মানুষের বেলা তাই। সাধারণ ক্রীতদাসের সাথে মানুষের একটু পার্থক্য আছে। ক্রীতদাসের মালিক তার ভরণ-পোষণ করে থাকে এবং ক্রীতদাস তার মালিকের হুকুমের গোলাম হয়ে থাকে। আর আমরা যারা নফসের গোলাম তাদের বিষয়টি ভিন্ন। খাওয়ান-পরান এক মালিক আর গোলামী করি অন্য মালিকের (নফস)। ক্রীতদাস কেন বিদ্রোহ করে না, পালিয়ে মুক্ত হয় না, জানেন? শুধু সাহসের অভাবে। হুকুমের গোলামী করতে করতে নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে না। হুকুম পেলেই তুষ্ট সে। হুকুম না পেলে ক্রীতদাস মনে করে তার মালিক তার উপর নাখোশ
বাকি অংশ পড়ুন...