
ইউরোপের দক্ষিণ-পশ্চিমে ফ্রান্স এবং স্পেনের সীমান্তে পিরিনিজ পর্বতমালার ঢাল ঘেঁষে মেঘের কোল ছুঁয়ে ছোট্ট একটি দেশ আছে, দেশটির নাম আন্দরা, পুরো নাম প্রিন্সিপালিটি অব আন্দরা। অনেকে মনে করেন যে ‘আন্দরা’ আরবি ‘আল-দুরা’ থেকে উদ্ভূত হতে পারে যার অর্থ, ‘মুক্তা’। সমুদ্র পৃষ্ঠ থেকে ১,০২৩ মিটার (৩,৩৫৬ ফুট) উঁচুতে ইউরোপের সর্বোচ্চ শহর আন্দরা-লা-ভেইয়া হচ্ছে আন্দরার রাজধানী।
মানচিত্রে এ দেশটি খুঁজতে গেলে খুব মনোযোগী হতে হবে। কারণ এ দেশটি আয়তনে মাত্র ৪৬৮ বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের বাংলাদেশ আন্দরা চেয়ে ৩০৮ গুণ বড়। এ দেশটির সবচেয়ে দীর্ঘ
বাকি অংশ পড়ুন...