
ইলাহী পাক উনার সেরা উপহার
মোদের মামদূহ ক্বিবলার মহাদান,
আম্মাজী উনার দৃষ্টি বিহীন
বাঁচে না মোর এ প্রাণ।
রসূলী তিনি হলেন কলিজার ধন,
মমিন-মমিনাদের হলেন প্রাণের আপন,
উনার নয়নে রহিতে চাহি আমি
নেক দৃষ্টিতে সারাক্ষণ।
দৃষ্টিপাতের পরশে ওগো আম্মাজী
মিটিবে দিলের পেরেশান,
হলেন আপনি নকশায়ে কুবরাজী
ওয়ারাউল ওয়ারা মহাশান।
উনার নূরনী ক্বদম পাকে এসো
হে বিশ্ব মুসলিম নারীগণ,
তিনি মোদের প্রিয় মাতাজী
করো উনার পাক ক্বদমীতে চুম্বন।
তবেই মিলিবে ধরার বুকে
সাহাবী রঙ্গের সেই দীপ্ত ঈমান,
দয়াদানে করুন মকবুল
আপনার পাক দৃষ্টি মুবারক দান।
-আহমদ
বাকি অংশ পড়ুন...