শরীয়তপুর সংবাদদাতা:
নানা জাতের আঙুর পরীক্ষামূলক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শরীয়তপুরের সাইফুল ইসলাম শোভন। তার সংগ্রহে আছে দেশি-বিদেশি ত্রিশ প্রজাতির আঙুর। চলতি মৌসুমে ৮ প্রজাতিতে ফলন এসেছে। আঙুর চাষে সফলতার মুখ দেখে আগামীতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের আশা এ যুবকের।
শরীয়তপুর পৌরসভার আদর্শ আবাসিক এলাকার ছেলে সাইফুল ইসলাম শোভন বাড়ির আঙিনায় এবং পুকুর পাড়ে খালি জমিতে চাষ করেন নানা ধরনের ফুল-ফল আর সবজি।
একসময় নিজের আগ্রহে কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আঙুরের চারা সংগ্রহ শুরু করেন। হাতখ বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কানাইয়া। জয়দেবপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। এই কানাইয়ায় গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা বৃটিশমন্ত্রী টিউলিপের নামে একটি বাগানবাড়ি। প্রায় ৩৫ বিঘার ওপর নির্মিত বাগানবাড়ির নামকরণ করা হয়েছে টিউলিপের নামে ‘টিউলিপ’স টেরিটরি’।
সরজমিন ঘুরে জানা যায়, শুধু টিউলিপ সিদ্দিকের নামে বাগানবাড়ি নয়, গাজীপুরের বিভিন্ন স্থানে দেড়শ’ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে শেখ রেহানা পরিবারের। বাংলো, পুকুর আর সবুজে ঘেরা এসব বাগানবাড়ি নির্মাণ করে রাখা হয়েছে শুধুমাত্র ন বাকি অংশ পড়ুন...












