সম্মানিত যাকাত কাকে দিবেনমহান আল্লাহ পাক তিনি সম্মানিত যাকাত পাওয়ার হক্বদারদের ব্যাপারে অর্থাৎ যে খাতে যাকাতের অর্থ ব্যয় করা ফরয সে খাতগুলো সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
اِنَّـمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُـهُمْ وَفِي الرّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِي سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِ ط فَرِيْضَةً مّنَ اللهِ ط وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ.
অর্থ : “নিশ্চয়ই সম্মানিত যাকাত কেবল ফক্বীর, মিসকীন ও সম্মানিত যাকাত আদায়কারী কর্মচারীদের জন্যে, যাদের মন আকর্ষণ করা প্রয়োজন তাদের জন্যে অর্থাৎ নও মুসলিমের জন বাকি অংশ পড়ুন...
মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং সম্মানিত যাকাত, ফিতরা, উশর প্রদানের শ্রেষ্ঠ ও একমাত্র স্থান। অত্র প্রতিষ্ঠানে যাকাত, ফিতরা, উশর প্রদান করলে কবুল তো হবেই, সাথে সাথে ছদকায়ে জারিয়ার ছওয়াব পাওয়া যাবে। কেননা-
১) ঈমানের বিশুদ্ধতা : বর্তমানে অত্র প্রতিষ্ঠান ছাড়া বিশুদ্ধ ঈমান দুনিয়ার আর কোথাও নেই। আক্বীদাগত প্রত্যেকটি বিষয়ই সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার পূর্ণ অনুসরণে চলা হয়।
২) পরিপূর্ণ শরীয়তসম্মত আমল : শুধুমাত্র কিতাবে নয়, বাস্তবে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, সুন্নত পরিপূর্ণভাবে অনুসরণ বাধ্যতা বাকি অংশ পড়ুন...
খাতসমূহের মধ্যে যাদেরকে যাকাত দেয়া অধিক উত্তম :
সম্মানিত যাকাত প্রদানের আট প্রকার খাতের মধ্যে তিন প্রকার খাতে সম্মানিত যাকাত দেয়া উত্তম। যেমন,
১। নিকটতম গরীব আত্মীয়-স্বজন : নিকটতম গরীব আত্মীয়-স্বজন যদি তাদের আক্বীদা, আমল বিশুদ্ধ থাকে। তা খেয়ে পরে যদি মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করে। এর ব্যতিক্রমধর্মী ব্যক্তিকে সম্মানিত যাকাত দিলে তা আদায় হবে না। যদিও নিকটতম গরীব আত্মীয়-স্বজন হোক না কেন।
২। গরীব প্রতিবেশী : এ ক্ষেত্রেও উক্ত ১নং শর্তের অনুরূপ।
৩। গরীব ত্বলিবুল ইলম : যারা দ্বীনি ইলম্ অন্বেষণ করে। তাদেরকে সম্মানিত যাকাত দ বাকি অংশ পড়ুন...












