পরকালই সকলের গন্তব্য স্থল বা চিরস্থায়ী ঠিকানা। সেখানেই সকলকে ফিরে যেতে হবে তাই দুনিয়ার উপর পরকালকেই প্রাধান্য দিতে হবে। কেননা দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী।
বেঁচে থাকার আকাক্সক্ষা থাকলেও দুনিয়ায় চিরকাল থাকা যাবে না। একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে।
তাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
كُلُّ نَـفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُـمَّ إِلَـيْـنَا تُـرْجَعُوْنَ ﴿৫৭﴾ سورة العنكبوت
প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর আমার (আল্লাহ পাক) কাছেই প্রত্যাবর্তন করবো। [সূরা আনকাবুত শরীফ: ৫৭]
অন্যত্র ইরশাদ মুবারক করেন,
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَ বাকি অংশ পড়ুন...
এই নাজাতপ্রাপ্ত দলের প্রধান বৈশিষ্ট্য হলো উনারা আক্বীদা-আমল, ইবাদত-বন্দেগী, স্বভাব-চরিত্র ও আচার-ব্যবহার সর্বদিক থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক আঁকড়ে ধরে তা পরিপূর্ণভাবে বাস্তবায়নকারী হবেন। উনাদের নিকট দ্বীনের ব্যাপারে কোনো বিদয়াত খুঁজে পাওয়া যাবে না। উনারা মহান আল্লাহ পাক এবং রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে চলবেন।
আর দ্বিতীয় বিষয়টি হলো দীর্ঘ আকাক্সক্ষা। মানুষের আকাক্সক্ষা হলো দুনিয়াতে অনেকদিন বেঁচে থাকবে, অনেক ধন-সম বাকি অংশ পড়ুন...
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারক বা সুন্নাহ শরীফের অনুগামী না হওয়া পর্যন্ত মু’মিনে কামিল বা পরিপূর্ণ মু’মিন হওয়া যাবে না।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ مُعَاوِيَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِـنْـتَانِ وَسَـبْـعُوْنَ فِـىْ النَّارِ وَ وَاحِدَةٌ فِـىْ الـجَنَّـةِ وَهِىَ الْـجَمَاعَةُ وَاَنَّهٗ سَيَخْرُجُ فِـىْ اُمَّتِىْ اَقْـوَامٌ يَــتَجَارٰى بِـهِمْ تِلْكَ الاَهْوَاءُ كَمَا يَــتَجَارٰى الْكَلْبُ بِصَاحِبِهٖ لَايَــبْـقٰى مِنْهُ عِرْقٌ وَ لَامَفْصَلٌ اِلَّا دَخَلَهٗ. (رواه أحمد وأبو داؤد)
হযরত মুয়াব বাকি অংশ পড়ুন...
মানুষ নফসের অনুসরণ কখন করে এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فَإِنْ لَّـمْ يَسْتَجِـيْـبُـوْا لَكَ فَاعْلَمْ أَنَّـمَا يَـتَّبِعُوْنَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِـمَّنِ اتَّــبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ إِنَّ اللّٰهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِيـْنَ ﴿৫০﴾ سورة القصص
যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়; জেনে রাখুন, তারা তাদের নফসের বা প্রবৃত্তির অনুসরণ করে। ঐ ব্যক্তিই সর্বাধিক গোমরাহ যে মহান আল্লাহ পাক উনার হিদায়েত উনার পরিবর্তে তার নফসের বা প্রবৃত্তির অনুসরণ করে। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যালিমদেরকে হিদায়েত দান করেন না। নাঊযুবিল্লাহ! [সূরা ক্বছাছ শরী বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَخْوَفَ مَا أَتَـخَوَّفُ عَلٰى أُمَّتِـيْ اَلْـهَوٰى وَ طُوْلُ الْأَمَلِ فَأَمَّا الْـهَوٰى فَـيَصُدُّ عَنِ الْـحَقِّ وَ أَمَّا طُوْلُ الْأَمَلِ فَـيُـنْسِي الْاٰخِرَةَ وَ هٰذِهِ الدُّنْــيَا مُرْتَـحِلَةٌ ذَاهِبَةٌ وَ هٰذِهِ الْاٰخِرَةُ مُرْتَـحِلَةٌ قَادِمَةٌ وَ لِكُلِّ وَاحِدَةٍ مِنْـهُمَا بَـنُـوْنَ فَإِنِ اسْتَطَعْـتُمْ أَنْ لَا تَكُوْنُـوْا مِنْ بَنِـي الدُّنْـيَا فَافْـعَلُوْا فَإِنَّكُمُ الْيَـوْمَ فِـيْ دَارِ الْعَمَلِ وَ لَاحِسَابَ وَ أَنْــتُمْ غَدًا فِـيْ دَارِ الْـحِسَابِ وَ لَا عَمَلَ. ( رواه البيهقي فى شعب الإيـمان)
হযরত জাবির রদ্বিয়া বাকি অংশ পড়ুন...












