
মহান আল্লাহ পাক উনার খাছ ওলী তথা যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ উনাদের মর্যাদা-মর্তবা বেমেছাল। সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা, আকাশ-বাতাস, তরুলতা, সমস্ত সৃষ্টি, কায়িনাত সবকিছুই উনাদের জন্য দোয়া করতে থাকে। গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মুহিউদ্দীন, হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোন চাঁদ উদিত হয় না, কোন সূর্য অস্ত যায় না আমার অনুমতি ব্যতীত। এতো গেল কায়িনাত চলার ক্ষেত্রে উদাহরণ। আর মহান আল্লাহ পাক উনার কাছে মক্ববুল বান্দা হওয়ার ক্ষেত্রে এ ধরনের ওলীআল্লাহ উনাদের অনুমোদন লাভ তথা নেক দৃষ্টি লাভের প্রয়োজনীয়তা ততোধিকভ
বাকি অংশ পড়ুন...