
বাংলায় স্বাধীন সুলতানী আমলে (১৩৩৮-১৫৩৮ খৃ.) গিয়াসউদ্দীন আযমশাহ রহমতুল্লাহি আলাইহি উনার রাজত্বকালে ‘গণেশ’ নামে এক বিশ্বাসঘাতকের উত্থান ঘটেছিল। এই ‘গণেশ’ নামক বিধর্মীটি প্রথমে মুসলিম শাসকদের অনুগত সেজে রাজকর্মচারী হয়েছিল, এরপর একে একে ষড়যন্ত্রের মাধ্যমে হযরত গিয়াসউদ্দীন আযমশাহ রহমাতুল্লাহি আলাইহি ও উনার আওলাদগণকে শহীদ করে ক্ষমতা দখল করে।
ক্ষমতা দখলের পর সে বাংলার মুসলিম দরবেশ ও ওলীআল্লাহগণ উনাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো শুরু করে। তখন চিশতীয়া তরীক্বা উনার এক বুযূর্গ হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি তিনি জৌ
বাকি অংশ পড়ুন...